সিকান্দার আবু জাফর একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি মূলত অনেক কাব্যগ্রন্থ উপন্যাস ও নাটক লিখার পরেও বিশেষ করে সেরা যদ্দোল্লা নাটকটির জন্য বিখ্যাত হয়ে আছেন। আমরা স্বাধীন বাংলার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা কে দেশ প্রেমিক হিসেবেও জানলেও ব্রিটিশরা ১৭৫৭ সাল থেকে ১৯০৫ সাল পর্যন্ত এই ১৪৮ বছর নবাব সিরাজউদ্দৌলাকে বিভিন্ন কুৎসা, কল্পকাহিনী ও অপপ্রচারের মাধ্যমে বাংলার জনগণের কাছে একজন ভিলেন হিসেবে পরিচিত করে তোলেন এবং জনগণের সমর্থন আদায় করতে সমর্থ হন।
গিরিশচন্দ্র ঘোষ সর্বপ্রথম ১৯০৫ সালে “সিরাজউদ্দৌলা” নাটকটি রচনা করে নবাব সিরাজউদ্দৌলাকে বাংলার মানুষের কাছে দেশ প্রেমিক হিসাবে উপস্থাপন করেন। পরবর্তীতে ১৯৩৯ সালে শচীন্দ্রনাথ সেনগুপ্ত এবং ১৯৬৫ সালে সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলা নাটকটি পুনরায় রচনা করেন। সেখানে নবাব সিরাজউদ্দৌলাকে আরো বেশি দেশ প্রেমিক হিসাবে দেখানো হয়। আজ উনিশ মার্চ রবিবার ২০২৩ সিরাজ দৌলার সর্বশেষ রচয়িতা সিকান্দার মোহাম্মদ আবু জাফরের ১০৫ তম জন্মবার্ষিকী। তাকে গ্রুপের পক্ষ থেকে জানাই অশেষ অশেষ শ্রদ্ধার্ঘ্য।
সিকান্দার আবু জাফর ১৯১৯ সালের ১৯ মার্চ খুলনা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল পাকিস্তানের পেশোয়ারে; সেখান থেকে তাঁর পিতামহ মাওলানা সৈয়দ আলম শাহ হাশেমী ওই গ্রামে এসে বসতি স্থাপন করেন।স্থানীয় স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর তিনি কলকাতার রিপন কলেজে পড়েন। ১৯৪১ সালে তিনি কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় যোগ দেন। এছাড়া দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত-এ চাকরি করতেন। আমাদের সংগ্রাম চলবেই তার রচনা বিখ্যাত গান। দেশবিভাগের পর তিনি ঢাকায় চলে আসেন। পঞ্চাশের দশকে রেডিও পাকিস্তানের শিল্পী হিসেবে কাজ করেন। ১৯৫৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি সাহিত্য পত্রিকা ‘সমকাল’-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।তাঁর রচিত ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।
সিকান্দার আবু জাফরের উল্লেখযোগ্য রচনাবলি হলো
★কাব্যগ্রন্থ
♦প্রসন্ন প্রহর (১৯৬৫)
♦বৈরী বৃষ্টিতে (১৯৬৫)
♦তিমিরান্তিক (১৯৬৫)
♦বৃশ্চিক লগ্ন (১৯৭১)
♦বাংলা ছাড়।
★নাটক
♦সিরাজউদ্দৌলা (১৯৬৫)
♦মহাকবি আলাওল (১৯৬৬)
♦শকুন্ত উপাখ্যান (১৯৫২)
♦মাকড়সা (১৯৬০)
★উপন্যাস
♦মাটি আর অশ্রু
♦পূরবী
♦নতুন সকাল
♦জয়ের পথ।
★কিশোর উপন্যাস
♦জয়ের পথে
♦নবী কাহিনী
★অনুবাদ
♦রুবাইয়াৎ ওমর খৈয়াম
♦সেন্ট লুইয়ের সেতু
♦বারনাড মালামুডের যাদুর কলস।
★গান
♦মালব কৌশিক
★পুরস্কার ও সম্মাননা
♦বাংলা একাডেমি পুরস্কার-১৯৬৬
♦একুশে পদক-১৯৮৪
সিকান্দার আবু জাফর ১৯৭৫ সালের ৫ আগস্ট মৃত্যুবরণ করেন।
———————————————————————–
মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া।
তথ্যসূত্র উইকিপিডিয়া
ছবি গুগল
Leave a Reply