5 June- 2023 ।। ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

“মিথ্যা ভালোবাসা চেনার উপায় ভূল মোটিভেশন”

ডাঃ প্রিন্স সেন

কিছু প্রসঙ্গ টানা যাক,যেমন গাঁধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা গাঁধাকে বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোন বুদ্ধি থাকবে না, তোর আয়ু দিলাম ৫০ বছর, তখন গাধা বলল সেকি আমি এত কষ্ট করে এতদিন বাঁচতে চাই না, দয়া করে আমার বয়স কমিয়ে ২০ বছর করে দিন, সৃষ্টিকর্তা বললেন তাই দিলাম, যা!
তারপরে কুকুরকে বলল তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু তুই মানুষের অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে ৩০ বছর, তখন কুকুর এটা শুনে সৃষ্টিকর্তাকে বলল এটা ১৫ করান এতদিন বাঁচতে চাইনা আমি, এতে সৃষ্টিকর্তা রাজি হয়ে গেলেন।
এরপর সৃষ্টিকর্তা বানরকে বললেন তোর একমাত্র কাজ হবে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া, আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া, তোর আয়ু ২০ বছর সে আবেগে কেঁদে বলল যখন দেবেন তখন ১০ বছর দিন আমি এত বড় আয়ু কি করব, এইবার সৃষ্টিকর্তা পুরুষকে বলল যে তুমি হবি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সব থেকে জ্ঞানী ও বিচক্ষণ, তোমার আয়ু হবে ২০ বছর।
সে তো খুশিতে পাগল হয়ে গেলো কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র ২০ বছর, সে বলল একটা কাজ করা যায় না.? আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর, কুকুরের ১৫ বছর আর বানরের ১০ বছর দিয়ে দিন, সৃষ্টিকর্তা বললেন নিজের ভালো পাগলেও বোঝে তুই বুঝলি না যা দিয়ে দিলাম।
সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে ২০ বছর, পরের ৩০ বছর গাধার মতো সংসারের বোঝা টানে পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে কুকুরের মত, তারপরের দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাড়ি, তো কখনো অন্য সন্তানের বাড়ি আর নাতি- নাতনিদের বিনোদন দেওয়া প্রধান দায়িত্ব।
এটা একটা রূপক গল্প লিখলাম,
এটা দিয়ে মানুষের জীবনের বিভিন্ন ধাপ কে বোঝানো হয়েছে, প্রতিটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ মানুষ অন্যের মত হতে গিয়ে সেই প্রতিভাকে নষ্ট করে ফেলে।
অভাব সবারই থাকে, কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের তো কারো ভালোবাসার।
বর্তমানে বুকভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি, কাউকে মনের ক্ষতস্থান টা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যাথার মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ ঠিকই আছে।
কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিই, অচেনা মানুষতো ধাক্কা লাগলে সরি বলে নেয়।
দুটো গুণ নিজের মধ্যে গড়ে তুলুন এক চুপ থাকা দুই ক্ষমা করা কারণ চুপ থাকার থেকে বড় কোন উত্তর নেই আর ক্ষমা করার থেকে বড় কোন প্রতিশোধ নেই। জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না, যারা সবকিছুতেই রাগ করে- সামান্য কিছু ব্যাপারে কারণে অকারনে রেগে যায় তারা কোনদিন ওই সুখী হতে পারে না।
যারা পরের সুখ দেখে জ্বলতে থাকে তারা কোনদিনই সুখী হতে পারে না যে সমস্ত ব্যক্তির অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজেদের জীবনটা কাটাতে পারে না, তারা সর্বদাই দুঃখী থাকে। যে ব্যক্তির অল্প কিছুতেই সন্তুষ্ট নয়, অনেক মানুষ আছেন যারা কোন কিছুতেই সন্তুষ্ট না, তাদের যতই আপনি আনন্দ দিন যতই তাদের ধনসম্পত্তি দিন না কেন তারা কোন কিছুতেই সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা কখনোই সুখী হতে পারে না।
সর্বদাই সন্দেহকারী ব্যক্তিরা সুখী হয় না, এরা সব বিষয়কেই সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয়টিকে নিয়ে চিন্তাভাবনা করে, তাই এরা সব সময় দুঃখী থাকে।
১ কেজি সোনার মূল্য ৫০ লাখ টাকা, আর ১ কেজি সাপের বিষের মূল্য পাঁচ কোটি টাকা, এই সমাজ ভালো মানুষের থেকে বিষাক্ত মানুষের মূল্য বেশি দেয়।
যে তোমাকে ভালবাসে তাকে কখনো ধোঁকা দিও না, নিজেকে প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে কেন তোমাকে ভালোবাসে.? প্রিয় মানুষটির সামান্য একটু অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট, যখন ছোট ছিলাম চিৎকার করে কাঁদতাম নিজের পছন্দের জিনিসটা পাওয়ার জন্য আর আজ লুকিয়ে কাঁদি, নিজের পছন্দের জিনিসটা না পেয়ে সেটার কষ্ট ভোলার জন্য, যে আপনাকে সত্যিকারে ভালোবাসে না তার মাঝে এই ছয়টি লক্ষণ দেখতে পাবেন ১/ লুকানো, সে আপনার কাছ থেকে যেকোন বিষয়ে ভালো-মন্দ সবকিছু লুকাবে, সে কখনোই আপনার সাথে সবকিছু শেয়ার করবে না, সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। ২/ ব্যবহার, আপনার সাথে রিলেশনে থাকার সময় যদি কেউ তাকে প্রপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে, আপনার সাথে ব্যাকআপ করতে চাইবে বা আপনাকে ছেড়ে যেতে চাইবে, আপনাকে দেয়া প্রমিস বা কথাগুলোর তার কাছে কোন দাম থাকবে না সে ভুলে যাবে আপনাকে দেয়া কথাগুলো। ৩/ অজুহাত, আপনাকে ব্যস্ততার অজুহাত দেখিয়ে মানুষটা সারাদিন ফ্রি থাকবে, কিন্তু সে আপনার কোন খোঁজ খবর নিবে না, সে আপনার কোন কেয়ার বা যত্ন করবে না তার সবকিছুতেই শুধু না আর না থাকবে, আপনার প্রতি মায়া নামক জিনিসটা খুব কম কাজ করবে,
৪/ যে আপনাকে ভালোবাসে না সে সবসময়ই আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে, সম্মান ভরসা সব সময় অনিশ্চিত থাকবে ৫/ আপনার খারাপ সময় সে আপনার পাশে থাকবে না বরং দূর থেকে সে অনেক মজা নেবে আপনার যদি ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না আপনার জন্য তার মন কাঁদবে না, সে কখনোই আপনার কথা ভাববে না, সে সর্বদাই নিজের স্বার্থের কথা ভাববে, সত্যি কারের ভালোবাসার মধ্যে হাসির থেকে রাগারাগি বেশি হয়। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে, যার সাথে ঝগড়া করে বেশিক্ষণ থাকা যায় না, দেখবেন তার সাথেই বেশি ঝগড়া হয়।
কাউকে টাকা ধার দিলে একটু ভেবেচিন্তে দিবেন কারণ টাকা ফেরত চাওয়ার সময় নিজেকে ভিখারির মতো চাইতে হয়, আর সামনের জন মালিকের মতো শুধু তারিখের পর তারিখ দিয়ে যায়। কথাটা তিতো ভালো এটাই বাস্তব।
কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়, একটা সময় সে কাঁদতেও ভুলে যায়, মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে সব সময় দুর্বল, আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলেও সেও কাঁদে কিন্তু আঘাত করলে আঘাত করে না বরং নিজেই ভেঙ্গে যায়।
একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়।
রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষ হলে তারাই অনেক কষ্ট পায়।
বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয়, তারপর একটা অজুহাত খুঁজতে থাকে।
কিছু ছেলের চাওয়া আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারী করেই রাখবো।
সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়।
যাকে অবহেলা করেছ সে তো একদিন ছেড়ে চলে যাবে তোমাকে ছেড়ে, কিন্তু লক্ষ্য রেখো যার জন্য অবহেলা করেছ সে যেন আবার তোমাকে ছেড়ে চলে না যায়।
যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনিই হলেন বাবা।
মানুষ বড়ই অদ্ভুত, নতুন কে পেয়ে পুরাতনকে ভুলে যায়, বড় হলে শৈশব কে ভুলে যায়, আর বিয়ে হলে মা-বাবাকে ভুলে যায়।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ