9 June- 2023 ।। ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছেন যুবলীগ

।।বিশেষ প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে রাজশাহী জেলা,রাজশাহী মহানগর, নাটোর ও ফেনী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উল্লিখিত জেলাসমূহে শুধুমাত্র সভাপতি/সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। গতকাল বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরীত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়।

পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। আগামী সোমবার (১৮ই ফেব্রুয়ারী) থেকে বুধবার (২০ই ফেব্রুয়ারী) পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় যুবলীগের প্রধান কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হবে। এদিকে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বানের সংবাদ বিজ্ঞপ্তিটি ফেসবুকসহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ পেলে আবারও চাঙ্গা হয়ে উঠে রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক তৎপরতা। নানা আলোচনা সমালোচনায় উঠে আসে রাজশাহী মহানগর যুবলীগের শীর্ষ দুই পদে দির্ঘ প্রায় ১৯ বছর হতে বহাল থাকা মহানগর সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুর পরিবর্তন। ফলে গুরুত্বপূর্ণ পদ পেতে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন হাফ ডজন খানেক নেতা। তাদের দৌড়ঝাঁপে এখন চাঙ্গা নগর যুবলীগ।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৪ সালের ১৮ এপ্রিল রাজশাহী মহানগর যুবলীগের শীর্ষ দুই পদে যাঁরা বসেছিলেন ১৮ বছর পরও তাঁরা বহাল রয়েছেন। ফলে পুরনো কমিটিতে সংগঠন কার্যত স্থবির হয়ে পড়েছে। নানা বিতর্কের মধ্যে কেটে গেছে রমজান-বাচ্চুর কমিটির মেয়াদ।

এদিকে শীর্ষ পদে না থাকলেও সংগঠনটিকে চাঙ্গা করে রেখেছেন যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। তার নেতৃত্বে সক্রিয় নেতাকর্মীরা। ফলে এবারের সম্মেলনে সভাপতি পদে শুধু রনির নামই শোনা যাচ্ছে। তিনি এবার ওই পদে একক প্রার্থী হতে পারেন।

তবে সাধারণ সম্পাদক পদ পেতে দৌড়ঝাঁপে রয়েছেন হাফ ডজন নেতা। যাদের মধ্যে মহানগরের দলীয় বড় কোনো পদে না থেকেও তৃণমূল পর্যায়ে যুবলীগকে চাঙ্গা করে রাখা নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহানকে এগিয়ে রাখছেন অনেকে। এ ছাড়াও আছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার।

যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বলেন, ‘দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা অনেকটা হতাশ হয়ে পড়েছেন। ‘সংগঠনে প্রায় অস্তিত্বহীন দুই নেতার অবসান দেখতে চাই আমরা। ‘দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় সংগঠনটি প্রায় স্থবির হয়ে পড়েছে। দ্রুত সম্মেলন হলে আবারও প্রাণ ফিরে আসবে সংগঠনে। নতুন নেতৃত্ব পেলে তৃণমূল আবারও চাঙ্গা হবে।’

মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন, ‘বছরের পর বছর ধরে সম্মেলন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, সেটি আর থাকবে না। আমরা সবাই মিলে তখন সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাব।

রমজান আলী বলেন, ‘সম্মেলন হওয়াটা দরকার। আমরাও চাইছি সম্মেলন করে নতুনদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে। ওয়ার্ড পর্যায়েও নেতাকর্মীরা নতুন নেতৃত্ব চাইছেন। সম্মেলন হলে নেতাকর্মীরা যেমন চাইবেন বা যার পক্ষে রায় দেবেন- আমরা তাতেই খুশি

Sharing is caring!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ