।।আন্তর্জাতিক ডেস্ক।।
চা বিক্রি করে একে একে ঘুরে এসেছেন সিঙ্গাপুর, আর্জেন্টিনা, পেরুসহ প্রায় ২৩টি দেশ।
ভ্রমণের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন বিজায়ান৷ তখন পুঁজি ছিল ভীষণ কম৷ তাই রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন৷ এর পর বিয়ে করেন মোহনাকে৷। বিজায়ানের স্বপ্নের সঙ্গে মোহনার স্বপ্নও যুক্ত হয়৷ ফলে এই দম্পতির পথচলাটা সহজ হয়েছে৷ দুজন মিলে শুরু করেন চা বিক্রি।
বিজায়ন ও তার স্ত্রী মোহনা প্রতিদিন চা বিক্রির টাকা থেকে ৩০০/৪০০ রুপি করে জমাতেন। এরপর কয়েক মাসে বেশ ভালো একটা একাউন্ট জমে গেলেই ছুটতেন নতুন নতুন দেশ ভ্রমণের উদ্দেশ্যে।
কি হবে ষাট বছর বয়সে লাখ/কোটি টাকা দিয়ে?
ইচ্ছে থাকলে, অল্প টাকায়, সুন্দর, ছোট্ট জীবনটা উপভোগ করা যায়,জীবন সুন্দর, সত্যি খুব বেশি সুন্দর, নিজের মনের মত করে উপভোগ করুন এটি।
Leave a Reply