জাতীয় প্রেসক্লাব চত্বরে শরীরে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন জনৈক কাজী আনিস নামের এক ব্যক্তি। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালির বাসিন্দা বলে জানা যায়।
ঘটনাস্থল থেকে জানা যায়,আজ সোমবার বিকেলে কাজী আনিস নামের ঐ ব্যক্তি হঠাৎ করে তার গায়ে দাহ্য পদার্থ ঢেলে মুহূর্তে আগুন ধরিয়ে দেয়।প্রেসক্লাব চত্বরে থাকা সাংবাদিক ও দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তার গায়ের আগুন নেভান ও পরবর্তীতে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউডে পাঠানো হয়।প্রধানমন্ত্রীর প্রোটোকলে উপস্থিত থাকা ইন্সপেক্টর বাশার জানান,প্রধানমন্ত্রী চলে যাবার পর তিনি ঘটনাস্থলে আসেন ও দ্রুত পুলিশের একটি টিম পাঠিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
Leave a Reply