।।তারিক রানা।।
ফেসবুকে নাসিম ভাই এর টাইমলাইনে একের পর এক শুভেচ্ছাবার্তার মাধ্যমে জানলাম, আজ তার জন্মদিন।
১ ঘন্টার মতো, পুরানো কিছু ছবি খুজে বের করতে পারলেও, লুঙ্গি পরা “ছাদবাগানে” দাঁড়ানো ছবিটি অনেক চেষ্টাতেও খুজে পেলাম না ( আমার তোলা ছিল, বছর দশেক আগের)।
গত জুলাইয়ে পিরোজপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনে তোলা ছবিটি দেখলে মনে হতে পারে অনেক কিছু, তবে নাসিম ভাইর আশেপাশে এটাই আমার স্বাভাবিক বডি লেংগুয়েজ।🤣🤣🤣
বলে রাখা ভাল, সেদিনের তাতক্ষনিক কথোপকথনে আমি ভয়েজ রেকর্ড এ পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের ১৯৬৮/৬৯/৭০/৭১ এর কিছু তথ্য নিয়ে রেখেছিলাম ওনার কাছ থেকে।
নাসিম ভাইর আব্বা ছিলেন পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি।।এবং আরো অনেক কিছু।
আজকের এই লেখায় যেটা অপ্রাসঙ্গিক, তবে ছবিটার কথা আসতেই তার আব্বা মরহুম জয়নাল আবেদিন মোক্তার সাহেবের কথা এসেছে।
নাসিম ভাই কথা দিয়েছেন, আগামী ১০ ই অক্টোবর তার আব্বার মৃত্যুদিবসের আগে আমাকে কিছু তথ্য দিবেন যাতে করে মরহুম জয়নাল আবেদিন সাহেবকে নিয়ে কিছু লিখতে পারি, ইনশা আল্লাহ।
২)
ব্যাস্ততার কারনে “নাসিম ভাই ( আলী) সমাচার” শীর্ষক লেখাটি আজ আর বড় করে লিখবোনা।
একসময় সাপ্তাহিক উপকূল সমাচার পত্রিকার সম্পাদক ছিলেন নাসিম ভাই।
আমি ছিলাম সেই পত্রিকায় নাসিম ভাই এর অন্যতম সহকারী। সেটা নিয়েও পরে কিছু লেখার ইচ্ছা আছে। দেখা।যাক।
সেই উপকূল সমাচারের “সমাচার” নাসিম ভাই এর নামের পাশে জুড়ে দিয়েছি। আর কিছুই না।
৩)
শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা আর সালাম
জানাতেই আজকের এই কয়েকটি লাইন লেখার উদ্দেশ্য।
( তার মানে আরো কয়েকদফা লেখার ইচ্ছা আছে)
৪) হাতে কম সময় থাকায় কবি আবুল হাসানের কবিতা দিয়ে নাসিম ভাই এর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।
“ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো,
ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও!”
আবুল হাসানের আরেকটি কবিতা,
(শিরোনাম -জন্ম মৃত্যু জীবনযাপন,)
মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবেনা,
আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে
আমার মৃত্যুর আগে বোলে যেতে চাই,
সুধীবৃন্দ ক্ষান্ত হোন, গোলাপ ফুলের মতো শান্ত হোন
কী লাভ যুদ্ধ কোরে? শত্রুতায় কী লাভ বলুন?
আধিপত্যে এত লোভ? পত্রিকা তো কেবলি আপনাদের
ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর…
মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলুম
পৃথিবীতে তবু হানাহানি থামলোনা!
পৃথিবীতে তবু আমার মতোন কেউ রাত জেগে
নুলো ভিখিরীর গান, দারিদ্রের এত অভিমান দেখলোনা!
আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা
সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ কোরে দিলাম,
সুধীবৃন্দ, তবু জীবনে কয়বার বলুন তো
আমরা আমাদের কাছে বোলতে পেরেছি,
ভালো আছি, খুব ভালো আছি?
শেষ করছি ( আজকের মতো), তার আগে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কবি আবুল হাসানের এ দুটো কবিতার সাথে নাসিম ভাইয়ের জন্মদিনের কি যোগসূত্র?
আসলেই কোন যোগসূত্র নেই।
প্রথমে ভেবেছিলাম কবি শক্তি চটোপাধ্যায় এর কবিতার কিছু লাইন জুড়ে দেই, লেখার একটা রাশভারী ব্যাপার ফুটিয়ে তুলতে।
পরে সিদ্ধান্ত বদলিয়ে আবুল হাসানের কবিতা দুটো খুজে বের করি।
এমনি এমনি।
ভাল লাগলো তাই।❤️
তবে মাত্র ১ মাস আগে একটি তথ্য জানতে পারলাম, যেটা জানতামনা।
উইকিপিডিয়া থেকে শেয়ার করছি,
কবি ও সাংবাদিক আবুল হাসান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমা বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পিরোজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে। তার পিতা আলতাফ হোসেন মিয়া ছিলেন একজন পুলিশ অফিসার।
ইংরেজিতে অনার্স নিয়ে বি.এ শ্রেণিতে ভর্তি হন, কিন্তু পরীক্ষা শেষ না করেই ১৯৬৯ সালে দৈনিক ইত্তেফাকের বার্তাবিভাগে যোগদান করেন।
আরে…
একটি মিল পেলাম অন্তত।
কবি আবুল হাসান একসময় ইত্তেফাক পত্রিকার সাংবাদিক ছিলেন!
আর আমাদের নাসিম ভাই, তিনিও ইত্তফাকে আছেন।
কবি আবুল হাসানের বাড়ী নাজিরপরের ঝনঝনিয়া গ্রামে।
বেচে থাকলে খুব ইচ্ছা ঝনঝনিয়া গ্রামে কবি আবুল হাসানের ভিটেমাটি’টি খুজে বের করে তার ই লিখিত কবিতাটি সেখানে পাঠ করার..
ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো,
ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও!
কবি আবুল হাসানের আত্মার মাগফেরাত কামনা করছি।
মুনিরুজ্জামান নাসিম আলী ভাই এর দীরঘজীবন ও সুস্বাস্থ্য কামনা করছি।
Happy birthday dear Nasim vhai.✔
( ছবি ২ – পুরাতন ঈদগাহ মাঠ সংলগ্ন ইত্তেফাকের পিরোজপুরে ১৯৯৮ সালে।
ছবি ৩ – পুরাতন প্রেসক্লাব ভবনে ২০০২/৩ সালে এস এম পারভেজ ভাই সহ।
ছবি ৪ – নাসিম ভাই এর ফেসবুক থেকে নেওয়া।
তারিক রানা।
Somewhere in London
June 14th 2022
Leave a Reply