ভুল প্রেম
পাথরের মনকেও
প্রেমে ভাসিয়ে দিতে পারে
তোমার ছলনাময়ী ভালোবাসা,
কি অসাধারণ প্রতিভা তোমার।
মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসার,
অভিনয়ের মোড়ানো চাঁদর
যেদিন দমকা হাওয়ায় উড়ে যাবে
মুখটা তখন লোকাবে হয়তো
অন্য কোন বাহুডোরে,
পুরুষের নিরীহ -সরল মন-
তোমার উদীত্ব স্তন নয় যে,
তাকে বেঁধে রাখবে ব্রা যোগলে
মিথ্যার জালে,
ভালোবাসাকে সম্মান দিতে শিখো
শত,হাজার ভালোবাসার তোরা
লুণ্ঠিত হবে তোমার পদতলে।
কলমে: রুদ্র মাহবুব
রচনা কাল:০৫.০১.২০১৭
স্থান-টাঙ্গাইল জেলখানা
Leave a Reply