হাবিব-
নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ শে ডিসেম্বর। ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী, মোঃ আসাদুল ইসলাম ওয়ার্ডবাসীদের দোয়া ও তালা মার্কায় ভোট কামনা করছেন।
মোঃ আসাদুল ইসলাম উক্ত ৩নং ওয়ার্ডের তালা মার্কা প্রতিকে ইউ’পি সদস্য হিসেবে নির্বাচন করছেন। তিনি ৩নং ওয়ার্ডে রাস্তা পার্শে একক প্রার্থী থাকায় স্থানীয়বাসীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, আসাদুল একদিকে গরীব হলেও অন্যদিকে তার মধ্যে সততা রয়েছে অনেক। এলাকাবাসীরা জানান, স্থানীয় ভাবে সকলের বিপদে-আপদে সহযোগিতা সব সময় পাওয়া যায় তার কাছে। আর সব চেয়ে বড় সুবিধে পাওয়া যাবে, এ গ্রামের মধ্য একজনই প্রার্থী। তাই এ সুযোগ হাতছাড়া করতে চায় না বলে গ্রামবাসীরা জানায়। এমন অনেক কারণে এলাকাবাসীরা এবার তার তালা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে জানান।
আসাদুল ইসলাম বলেন, সকলের দোয়ায় ও ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করলে,ওয়ার্ডে বাসীদের কোন বয়স্কভাতা,বিধবাভাতা,গর্ভবতীভাতা সহ সরকারি সকল প্রকার অনুদানে কোন টাকা-পয়সা লাগবে না বলে জানান। সব সময় তিনি মানুষের বিপদে পাশে ছিলেন এবং থাকবেন বলে জানান। তাঁর তালা মার্কায় ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ ও আহব্বান জানান।
Leave a Reply