কার্তিকে চৈতালী রোদ-হাওয়া
বৈশাখী ঝড় জৈষ্ঠের প্রখরতা।
অবিশ্বাস নিয়ে,
কদাচিৎ ঝরে আষাঢ়-শ্রাবণ ধারা।
শরৎের চিহ্ন উবে গেছে অভিমানে।
মানুষ মেতেছে বুনো মহিষের আচরনে।
হেরিনি, পোষা বা গলির কুকুরের আচার
ব্যস্ততা সবার,
কোনোমতে টিকে থাকার।
সবকিছু দেখে মনে হয়
‘অপকর্ম যার যার
অপরাধ সবার।’
আশা তবু রেখো প্রাণে
আসবে শরৎ-হেমন্ত-শীত
গাইবে সবাই আপন গীত।
বসন্তও আসবে বটে…
মনুষ্যত্ব থাকলে ঘটে।
Leave a Reply