22 June- 2021 ।। ৮ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

ডেইলি ইন্ডাষ্ট্রি’র সম্পাদকের লেখা বই জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন প্রেসক্লাবের সভাপতি

।।দিনাজপুরপ্রতিনিধি।।

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ইন্ডাষ্ট্রি’র সম্পাদক ডক্টর এনায়েত করিম-এর লেখা ‘ দেখে এলাম ভুবন ঘুরে’ ১ম খন্ড বই প্রদান ও দিনাজপুর জেলার করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি ইন্ডাষ্ট্রি’র সম্পাদক-এর লেখা বই প্রদান ও দিনাজপুর জেলার করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে ডেইলি ইন্ডাষ্ট্রি’র সম্পাদক ডক্টর এনায়েত করিম-এর লেখা ‘দেখে এলাম ভুবন ঘুরে’ ১ম খন্ড বইটি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র হাতে তুলে দেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদক স্বরূপ বক্সী বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, ডেইলি ইন্ডাষ্ট্রি’র জেলা প্রতিনিধি জিন্নাত হোসেন, সময় টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, বাসস-এর জেলা প্রতিনিধি রুস্তম আলী মন্ডল, ডেইলি স্টার ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি কংকন কর্মকার, চ্যানেল আই ও মানবজমিন এর জেলা প্রতিনিধি শাহ আলম শাহী, যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহফুজুল হক ( আনার ) আমাদের সময় এর জেলা প্রতিনিধি রতন সিং, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মো. রিয়াজুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি আবুল কাসেম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, সময়ের আলো জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দি ডেইলি ট্রিবিউন এর জেলা প্রতিনিধি কৌশিক বোস, উত্তরকন্ঠের স্টাফ রিপোর্টার বেলাল উদ্দিন সিকদার, সকালের সময় জেলা প্রতিনিধি মাসুদ রেজা হাইসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Sharing is caring!

More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল

প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: এ আর হানিফ
কার্যালয় :-
৫৩ মর্ডান ম্যানশন (১২ তলা)
মতিঝিল, ঢাকা-১০০০

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563,+8801942-741920
টপ