বরিশাল প্রতিনিধি:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশালে সম্ভাব্য সফর নিয়ে ব্যাপক
প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। গত শুক্রবার ভারতীয় হাইকমিশন এবং
দেশটির স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি দল বরিশাল এসে সম্ভাব্য সফরের
খুঁটিনাটি সব বিষয় পরখ করে গেছে।
চলতি মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় সনাতন
ধর্মাবলম্বীদের তীর্থ স্থান হিসেবে পরিচিত বরিশালের উজিরপুরের শিকারপুর
‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) পরিদর্শন করতে পারেন ।
উপমহাদেশের ৫১টি সতী পীঠের অন্যতম শিকারপুরের সুনন্দা শক্তিপীঠ বা উগ্রতারা
মন্দির, যা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবে বিবেচিত।
বরিশালের জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, ভারতীয় হাইকমিশন নরেন্দ্র মোদির বরিশাল সফরের দিনক্ষণ জানায়নি।
Leave a Reply