যন্ত্রণা
জহিরুল ইসলাম খান রিয়াজ
সেদিন সকালে খুশি ভরা মনে
একটি সর্পের নৃশংস দংশনে
ক্ষত বিক্ষত হৃদয় যন্ত্রণা প্রাণে
কাত্রাতে থাকি আমি বিষাক্ত দহনে
শুকিয়ে যায় অন্তর আমার পানির পিয়াসে
তবুও সর্প ক্ষতস্থানে বারবার ধ্বংসায়নে
ভারাক্রান্ত হৃদয় বিসর্জিত অশ্রু ঝরছে দুই নয়নে
আকাশ বাতাস ব্যাথিত যে আমারও ক্রান্দনে
সহিতে পারিনা আমি হৃদয়ের মৃত্যুঞ্জয়ী ব্যথা
কোথাও নেই ডাক্তার কবিরাজ বৈদ্ধ হেতা
আশে পাশে কেউ নেই
আমায় সাহায্য করিবার
Leave a Reply