।।মাহামুদুর রহমান বিদ্যুৎ।।
নওগাঁর মান্দায় টিভিএস অটো বাংলাদেশের আয়োজনে এবং সোনালী ট্রেডার্সের সার্বিক তত্ত্বাবধানে ২ দিনব্যাপী মেগা কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১০ এবং ১১ ফেব্রুয়ার মেসার্স সোনালী ট্রেডার্সের প্রোপাইটর মন্টু সোনারের সার্বিক তত্তাবধানে চৌবাড়িয়া গোহাটিতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২ দিন ব্যাপী অায়োজিত এ ক্যাম্পে উপস্থিত থেকে ফ্রি সার্ভিস প্রদান করেন টিভিএস অটো বাংলাদেশের রিজিওনাল সেলস্ ম্যানেজার হাসান আলী, রিজিওনাল সার্ভিস ম্যানেজার লিক্সন আলী, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ জুলফিকার আলী, এরিয়া সার্ভিস ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম, এরিয়া পার্টস এক্সিকিউটিভ মেহেদী হাসানসহ অত্র কোম্পানীর সুদক্ষ ইঞ্জিনিয়ার এবং মেকানিকবৃন্দ ।
উল্লেখ্য,২ দিনব্যাপী এ মেগা কেয়ার ক্যাম্পে টিভিএস এর গ্রাহকদের অসংখ্য মটরসাইকেল বিনামূ্ল্যে সার্ভিসিং করানোসহ বিশেষ ছাড়কৃত মূল্যে টিভিএস এর স্পেয়ার পার্টস সরবরাহ করা হয়। এছাড়াও মেগা কেয়ার ক্যাম্পে ফ্রি সার্ভিসিং করে নিতে অাসা প্রত্যেককে টিভিএস এর সৌজন্য উপহার হিসেবে একটি করে টি শার্ট প্রদান করা হয়।
Leave a Reply