নিজস্ব প্রতিবেদক :
গত ১৬ জানুয়ারী ২০২১ ইং তারিখ বিকেল ৪.০০ ঘটিকায় রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাব, ভি আই পি লাউঞ্জে সরকারি মিডিয়াভুক্ত ও ৮ম ওয়েজবোর্ড স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ সমাচার কর্তৃক আয়োজিত বর্তমান সরকারের সফল একযুগ পূর্তিতে‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ – শীর্ষক গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভায় দৈনিক বাংলাদেশ সমাচার এর সম্পাদক ড. খানআসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি’র কাছ থেকে এ সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন ব্যাংক বীমা শিল্প পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল বাশার হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নিরপেক্ষ সংবাদ ও সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় ম্যাগাজিন ব্যাংক বীমা শিল্প পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল বাশার হাওলাদার, পাওয়ার সেলের প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, অগ্রনীব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক শাহজাদা মহিউদ্দিন, সোনালি ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (অবঃ) এ এ এম শাহজাহান,ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ এর পরিচালক (প্রকল্প ও উন্নয়ন) মোঃ গোলাম কিবরিয়া ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃমজিবুর রহমান মজনু, সিইও আইটি বাংলা লিমিটেড এর প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংক
বীমা শিল্প পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম, বার্তা সম্পাদক সোহান তালুকদার, দৈনিক নিরপেক্ষ সংবাদ পত্রিকার ব্যবস্থাপনাসম্পাদক আলহাজ্ব সাইফুদ্দিন আহমেদ ভুঁইয়া। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তারা ভুয়সী প্রশংসা করেন। উল্লেখ্য“ব্যাংক বীমা শিল্প” পত্রিকাটি ২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে সরকারের উন্নয়ন সহযাত্রী হয়ে জাতীয় অর্থনৈতিক চিন্তা- চেতনা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক-বীমা, লিজিং এবং শিল্প খাতের চুলচেরা বিশ্লেষণমূলক তথ্যের নির্যাসে ভিন্ন উপস্থাপনের মাধ্যমে অর্থনৈতিক সেক্টরের একমাত্র মুখপত্র হিসেবে নিয়মিত প্রকাশিত হয়ে ৯ম বছরে পদার্পন করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানটির উপস্থাপনা করেন খালেদ এম এইচ চৌধুরী রানা, সহ-সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার এবং আহবায়ক ছিলেন ড. শরীফআব্দুল্লাহ-হিস সাকী, সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুর রহমান।
Leave a Reply