নাজমুল হাসানঃ
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড জোবিআ-সোনারগাঁ অফিসের উদ্যোগে ২১ জানুয়ারী বৃহস্পতিবার অবৈধ গ্যাস উচ্ছেদ আভিযানে , ওজান গোবিন্দীর মোড় , আড়াইহাজার , নারায়নগঞ্জ , ১” ডায়া ৩/৪” রাইজার সহ প্রায় ৩৫০ টি আবাসিক গ্রহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হইয়াছে , এ সময় উপস্হিত ছিলেন সোনার গাঁও জোনাল অফিসের প্রকৌশলী মো: তানভির আহম্মেদ , সহকারী প্রকৌশলী ও সকল কর্মচারী গন এবং উপস্হিত ছিলেন ভিজিলেন্স টিমের টিম লিডার প্রকৌশলী মো: আনোয়ারুল আজিম , উপ ব্যবস্হাপক , ও প্রকৌশলী মো: মনিরুজ্জামান পলাশ . উপ ব্যবস্হাপক , প্রকৌশলী মো: আইয়ুব , উপব্যাস্হাপক ,সহ তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) জোনাল-অফিস সোনারগাঁও এর সাধারন সম্পাদক জহিরুল ইসলাম এবং সকল কর্মকর্তা ।
Leave a Reply