মিরাজ মাহমুুদঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা নাওডোবা ইউনিয়ন পরিষদের অধীনস্থ নাওডোবা বাজার চান্দিনা ভিটির ডিসিআর চেক দাখিলার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এসেছে স্থানীয় ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা তহশীলদার রাশেদ এর বিরুদ্ধে।সরকারী ফি এর বাইরে এসব অতিরিক্ত অর্থ আদায় করে চলেছেন তহশীলদার রাশেদ।শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা (হাট) বাজারের মোট আয়তন ৫ একর প্রায়,এতে মোট ভিটির সংখ্যা ৪০০ টি বাৎসরিক ইজারা মুল্য তিনলক্ষ পচাশি হাজার পাঁচশত টাকা । বাজারটি শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী ও পুরনো, এখান থেকে আশেপাশের বিভিন্ন উপজেলার মানুষ তাদের প্রাত্যহিক জিনিষ পত্র পন্য সামগ্রী ক্রয় বিক্রয় করে বহুকাল থেকেই এটি ব্যাবসা কেন্দ্র হিসেবে একটি প্রসিদ্ধ স্থান।স্থানীয় বহু মানুষ নাওডোবা বাজারে ব্যাবসা বানিজ্য করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে।ভুমি কর্মকর্তা সেই সুযোগ কে পুঁজি করে সহজ সরল ব্যাবসায়ীদের বোকা বানিয়ে এসব অতিরিক্ত অর্থ আদায় করছে বলে জানা যায়।সরকারী একসনা লাইসেন্স ভিত্তিক ফি এক হাজার দুইশত চল্লিশ টাকা একটি রশিদ দিয়ে ভিটির মালিক জাকির বেপারী এর কাছ থেকে দশ হাজার টাকা নেওয়া হয়েছে বলে একটি অভিযোগে জানা গেছে,অপর আরেকটি অভিযোগে জানা যায় ডুপ্লিকেট কার্বন রশিদ বই পৃষ্ঠানং ২২ মারফত আহসান উল্লাহ নামক এক দোকানদারের কাছ থেকে সরকারী ফি দুইশত আট টাকা দাখিলা কেটে দুই হাজার টাকা আদায় করেছে বলে জানা গেছে।এ বিষয়ে নাওডোবা বাজারের অধিকাংশ দোকানদার মুঠোফোনে সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply