দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে উচ্ছেদ করা অবৈধ ইটভাটা জেলা প্রশাসনের পাশাপাশি আবারো অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর।
ফসলি জমি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর জেলা প্রশাসনের সহায়তায় ডিসেম্বরে ১৪টি অবৈধ ইট ভাটা উচ্ছেদ করলেও সেগুলোর অধিকাংশ আবারো নতুন করে গড়ে তোলা শুরু করে।
পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে গড়ে তোলা ৬টি ইটভাটা নতুন করে আবারো ভেঙ্গে-গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। দিনাজপুর সদর ও পার্বতিপুৃর উপজেলায় মোট ৬টি ইটভাটায় জরিমানা করা হয়েছে ১২ লাখ টাকা
Leave a Reply