দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে হেলাল সরকার (৫৫) নামের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোররাতে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের এরশাদ নগর এলাকায় বন বিভাগের বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত হেলাল সরকার দড়গাপাড়া এলাকার মৃত সাহান সর্দারের ছেলে। জানা যায়, হেলাল সরকার প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কে বা কারা হেলাল সরকারের গলা কেটে হত্যার পর তার জিহবা কেটে নিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছ…
Leave a Reply