বজলুর রহমানঃ
রাজধানীর ডেমরায় সন্ত্রাসীদের হামলায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা যায় ডেমরা এলাকার বাহির টেংরা আদর্শ রোডে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে সাঈদ বাহিনীর প্রধান সাঈদের নেতৃত্ত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলায় চালিয়ে কুপিয়ে ৪ জনকে আহত করে দোকান এবং বাড়ীর মালামাল লুট করে নিয়ে যায় ।
তাদের ডাক চিতকারে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার বাদী ও পুলিশ সুত্রে জানা যায় ডেমরা বাহির টেংরা আমতলা আদর্শ রোড এলাকার
কিশোর গ্যাং নেতা মৃত সেকান্দর আলীর পুত্র সাঈদ র্দীঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্ম কান্ড চালীয়ে আসছে তার বিরুদ্ধে ডেমরা থানায় একদিক মামলা রয়েছে।হামলায় আহতরা হলেন একই এলাকার আব্দুল হাকিম এর ছেলে শান্ত ইসলাম আছিফ,মৃত আলতাফ হোসেনের ছেলে
আনোয়ার হোসেন ,ছাত্তার এর ছেলে সাকিব ,আলতাফ হোসেনের স্ত্রী শেফালী বেগম। এ বিষয়ে ডেমরা থানায় শিল্পি আক্তার মায়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে যার নাম্বার ৩৪। মামলায় আসামীরা হলেন ১। মৃত সেকান্দর আলীর পুত্র সাইদ (২৮) ২। মৃত অহিদ মিয়ার পুত্র
আপেল (৪০) ৩। আবুল নাঈম আহাম্মেদ এর পুত্র শিমুল আহাম্মেদ ৪। রমজান (৩২) ৫। রিফাত (২০) ৬। ইব্রাহীম (২৩)সর্ব পিতা অজ্ঞাত ৭। আপেলের পুত্র প্রিয় (২২ ) ৮। ইমদাদুল(২০) সর্ব সাং ওরিয়ান্টাল স্কুল রোড ৬৭ নং ওর্য়াড ডেমরা, এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দীন বলেন ঘটনা স্থলে সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা নিয়ে একজনকে গেস্খফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে
বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply