আজ সারাদিন প্রতিবেদক:
জনগণই আমার মূল শক্তি;কোন অপশক্তি আমাদের দাবায়ে রাখতে পারবে না বলে উল্লেখ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি।
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিশেষ শোভাযাত্রা শেষে মন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকা পিরোজপুর-১ আসনের নাজিরপুরে এ বক্তব্য প্রদান করেন। শোভাযাত্রা হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়।শোভাযাত্রাটি কুমিরমারা ফেরিঘাট থেকে শুরু হয় শহর প্রদক্ষিণ করে নাজিরপুরে স্টেডিয়াম মাঠে গিয়ে মাঠে হাজার হাজার নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়।মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়াও তিনি বলেন,
“আমার শক্তি এই জনপদের আপনাদের সবার নিঃস্বার্থ ভালোবাসা”
আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন।এ বন্ধন অকৃত্রিম। আপনারা আমার কর্মী,আমি আপনাদের কর্মী। আমি পিরোজপুরের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাবো।কোনো অপশক্তি আমাদের দাবায়ে রাখতে পারবে না।তিনি সবাইকে একতাবদ্ধ হয়ে সত্যের জয়ের জন্য সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে পিরোজপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান ফুলু,জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া,পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন,পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক মিঠু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম হাওলাদার রায়হান,কৃষক লীগ নেতা আতিয়ার রহমান নান্নু,নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু,উপজেলা যুবলীগ এর সভাপতি খোকন কাজী,পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃআমিনুল ইসলাম, হাসান মামুন,জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহামুদ সজল জেলা উপজেলা,পৌরসভা,ইউনিয়ন সহ তৃনমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply