নাজমুল হাসানঃ
২৬ জানুয়ারী২০২১ মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রবিউশন কোম্পানী লিমিটেডের অবৈধ গ্যাস উচ্ছেদ আভিযানে , দুপ্তারা কালি বাড়ী , ঈদগাহ মাঠের পশ্চিম পাশের রাস্তা থেকে , আড়াইহাজার , নারায়নগঞ্জ , ২” ডায়া প্রায় ৪৫০ টি আবাসিক গ্রহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হইয়াছে , এ সময় উপস্হিত ছিলেন সোনার গাঁও জোনাল অফিসের প্রকৌশলী মো: তানভির আহম্মেদ , সহকারী প্রকৌশলী ও সকল কর্মচারী গন এবং উপস্হিত ছিলেন ভিজিলেন্স টিমের টিম লিডার প্রকোশলী মো: এরশাদুল কবীর , উপ ব্যবস্হাপক , প্রকৌশলী মো: আইয়ুব আলী , উপ ব্যবস্হাপক , ও প্রকৌশলী মো: মনিরুজ্জামান পলাশ . প্রকৌশলী মো: মাহফুজুর রহমান রনী ,সহকারী প্রকৌশলী , মো: জাহাংগীর আলম , উপ সহ প্রকৌশলী , বিবেক চক্র বর্তী , উপ ব্যবস্হাপক , উপ ব্যবস্হাপক , সহ সকল কর্মকর্তা এবং তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন(সিবিএ) সোনারগাঁ অফিসের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।এ অভিযানের বিষয়ে মুঠো ফোনে কথা হলে তিতাস গ্যাস জোবিআ সোনারগাঁও অফিসের কর্মকর্তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ঘটনার সত্যতা স্বীকার করেন্ তারা বলেন তিতাসের এ অভিযান অব্যাহত থাকবে।টিম লিডার জহিরুল ইসলাম বলেন সকাল থেকে রাত অবধি এসব অভিযান পরিচালনা করে শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কারনে সরকারী সম্পদ রক্ষা পাবে।
Leave a Reply