5 June- 2023 ।। ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সামাজিক সংগঠন ‘বকুলতলা’ ক্লাবের যাত্রা শুরু

মোঃ মাসুদুর রহমান:

সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া বিষয়ক, অরাজনৈতিক সেবামূলক সংগঠন বকুলতলায় ক্লাবের যাত্রা শুরু। ১৯ডিসেম্বর রোজ শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলা শিকদারমল্লিক ইউনিয়নের অন্তর্গত ছোটজুজখোলায়( বকুলতলা) বাইতুল মামুর মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুরুব্বীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত ক্লাবের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বকুলতলা একতা ক্লাব কমিটি উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও পিকনিকের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালি জাতির সূর্যসন্তান, বীর মুক্তিযোদ্ধা ,বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক শিক্ষক, জনাব মোঃ হাবিবুর রহমান মাস্টার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ,অন্যতম সংগঠক, সাবেক সহকারী কর্মকর্তা, জনাব সাইফুল ইসলাম জহুর, বিশিষ্ট শিক্ষক আজিজুর রহমান, মাওলানা কেরামত আলী, শিকদারমল্লিক ইউনিয়ন প্রবীণ সংঘের কোষাধক্ষ্য মোঃ মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক, সংগঠক মো: গোলাম রসুল শেখ, বিশিষ্ট গুণীজন ইউনুস মল্লিক, সমাজসেবক মোঃ: সালাম শিকদার, মহিউদ্দিন শেখ, মোঃ সাহেদ, মোঃ মশিউল আলম জাকির, শাহজালাল, মোঃ জাকির হোসেন শেখ। বকুলতলা একতা ক্লাব আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক অত্র এলাকায় কৃতী সন্তান মোঃ মিজানুর রহমান, আহবায়ক মোঃ খলিলুর রহমান, মোঃ আরিফ উদ্দিন, মোঃ মনির হোসেন, রিয়াজ আহমেদ, মোঃ মাইনুল, মোঃ শাকিব সরদার, মোঃ শরিফুল ইসলাম সরদার প্রমুখ। বকুলতলায় একতা ক্লাবের কমিটির অন্যতম আয়োজক সদস্য সচিব রিয়াজ এবং মোঃ আরিফ উদ্দিন শেখ এর সার্বিক ব্যবস্থাপনামোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।লটারির মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় মোবাইল হ্যান্ডসেট বিজয়ী হন মোঃ কামরুল শেখ,দ্বিতীয় পুরস্কার বিজয়ী হন মোঃ মিজানুর রহমান শেখ, এবং পৃথিবী পরিষ্কার হল মোঃ শরিফুল ইসলাম।উক্ত কুইজ প্রতিজ্ঞা প্রতিযোগিতায় বিজয়ী পুরস্কার এর পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরুব্বীদের জন্য বিশেষ পুরস্কার এর আয়োজন করা হয়। উক্ত পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে আয়োজিত অতিথিবৃন্দ।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ