এ আর হানিফঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড় রঘুনাথপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল লতিফ খাঁন এর ছেলে যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন খাঁন কে হত্যার হুমকি দিয়েছে একই এলাকার বাসিন্দা মোঃ মজিবর খাঁন,মোঃ মোজাম্মেল খাঁন উভয় পিতা-মৃত আব্দুল মান্নান খাঁন।সন্ত্রাসী ও ভুমিদস্য গংদের বিরুদ্ধে গত ৮/১১/২০২০ ইং তারিখে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন।উক্ত অভিযোগটির তদন্তের দ্বায়িত্বে রয়েছেন বাকেরগঞ্জ থানায় কর্মরত এসআই সজল।জাকির খাঁন সংবাদ কর্মীদের জানান তিনি স্থানীয় যুবলীগ নেতা, তিনি বলেন সন্ত্রাসী ও ভুমিদস্যুরা আমাকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছিল,তাই আমি দিশেহারা হয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি,থানায় বিষয়টি অবগত করার কারনে উক্ত বিবাদীরা আমার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেন, আদালত মামলাটি তদন্তের জন্য বাকেরগঞ্জ থানায় প্রেরন করেন।জাকির খাঁন আরো জানায় সন্ত্রাসীরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে তাই বর্তমানে আমি নিরাপত্তাহীনতার মধ্যে দিনতিপাত করছি।তিনি আরও জানান সন্ত্রাসী ও ভুমিদস্যুরা পুর্বেও কালাম খাঁন নামক আরেক প্রতিবেশীকে মারধোর করে বাড়িছারা করেছে,এবং কেরামত আলী খাঁন নামক একব্যাক্তির হাত ভেঙ্গে দেয়ায় দীর্ঘদিন কেরামত আলী হাত ভাঙ্গার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।এছারাও সে মোসাঃ বানেছা বেগম কে মারধোর করে হাতের আঙ্গুল ভেঙ্গ দেন তার হাতে বজলু নামক এক ব্যাক্তি মারধোরের শিকার হন বলেও জানা গেছে।এ ঘটনার বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই সজল কে মুঠোফোনে কথা বললে তিনি জানান বিষয়টি আমি অবগত আছি এবং কোর্টে বিষয়টি প্রতিবেদন আকারে শীঘ্রই পাঠানো হবে।স্থানীয় ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার রফিক জানায় বিষয়টি আমি জানি দীর্ঘদিন যাবত তাদের মধ্যে দ্বন্দ চলছে,আমরা নিজেরা উদ্যোগী হয়ে উভয় পক্ষকে সমঝোতার চেষ্টা চালাচ্ছি।
Leave a Reply