আদিল সাদঃ সিটি ইউনিভার্সিটির মেক্যানিক্যালে ডিপার্টমেন্টের দ্বিতীয় ব্যাচের মেধাবী ছাত্র আলী আকবর সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।তার ব্যক্তিগত কাজে ময়মনসিংহ থেকে ফেরার পথে আনুমানিক সকাল ১০.৪৫ দিকে হাইওয়েতে বাসের সাথে মটরসাইকেলের ধাক্কা হয়।বাসের সাথে ধাক্কা হওয়াতে আলী আকরব গুরুতর আহত হোন, তাকে পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।ব্যক্তিজীবনে তিনি খুবই নম্র, ভদ্র ছিলেন৷ তিনি ভোলা পলিটেকনিক থেকে রেফ্রিজেরেশন এন্ড এয়ার কন্ডিশনের উপর ডিপ্লোমা সমাপ্ত করেন।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি ইউনিভার্সিটির মেক্যানিক্যাল ডিপার্টমেন্ট এর সকল ছাত্রছাত্রীরা।সবাই তার আত্মায় মাগফেরাত কামনা করেছেন।সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ক্লাস ক্যাপ্টেন তারেক বলেন, আমরা এমন একজন সহপাঠী হারালাম, তিনি একজন আল্লাহ ভক্ত মানুষ ছিলেন,তাবলীগ জামায়াতের সক্রিয় সদস্য ছিলেন।প্রতিদিন মানুষকে নামাজে ডাকতেন।সহপাঠী মিলন বলেন,তার শূন্যতা পূরন করার মতন আমাদের কোন ভাষা নেই প্রতিটা সামাজিক, ধর্মীয়,ভার্সিটির কাজে সর্বদা এগিয়ে আসতেন নিস্বার্থভাবে।সহপাঠী রাফি সিদ্দিকী বলেন,তার আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।প্রতিটা শিক্ষার্থী মর্মহতো হয়েছেন।শিক্ষক মন্ডলী ও ডীন (মেকানিক্যাল)এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে। তার জানাযা সময় জানিয়ে দেওয়া হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।
Leave a Reply