4 June- 2023 ।। ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের জন্য ডিআরইউ’র অবদান প্রশংসনীয়ঃমৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

শাহনাজ পারভীনঃ
করোনাভাইরাসের সংক্রমনের নমুনা সংগ্রহে বুথ চালুর পর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবার চালু করেছে টেলিমেডিসিন সেবা কার্যক্রম। সেবাদানকারি প্রতিষ্ঠানের সাথে এই বিষয়ে শনিবার (১৩ জুন) ডিআরইউতে এক সমঝোতা স্মারক চুক্তি সই হয়।

চুক্তির আওতায় ডিআরইউ সদস্য এবং পরিবারের সদস্যরা টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিআরইউ’র সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নং (আইডি নম্বর) জানিয়ে যে কোন স্বাস্থ্য সমস্যা নিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা নিতে পারবেন।

প্রয়োজনে ডাক্তারকে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ফোন দিয়ে বাসায় এনে (হোম সার্ভিস) এর সুবিধা নেয়া যাবে। এছাড়া, বাসায় থেকে সাশ্রয়ী রেটে কিছু কিছু স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করানো যাবে।

ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ডিআরইউ টেলিমেডিসিন সেবা চুক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ. ম. রেজাউল করিম, এমপি। অনুষ্ঠানের শুরুতে ডিআরইউ’র সাবেক কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেভাবে ঝুঁকি নিয়ে গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের জন্য কাজ করে যাচ্ছে, যে ত্যাগ স্বীকার করছে তা নিঃসন্দেহে সর্বোচ্চ প্রশংসার দাবি রাখে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা সম্মুখ যোদ্ধা হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। জাতি কখনো তাদের অবদান ভুলবে না। আমি অতীতেও সাংবাদিকদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো।

ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর পরিচালনায় টেলিমেডিসিন চুক্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেস্ট এইডের প্রধান উপদেষ্টা ডাঃ হাসান মাহমুদ, ডাক্তার বাড়ির সিইও ডাঃ গাওসুল আজম, ডিআরইউ’র সহ-সভাপতি নজরুল কবীর, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ ও সাবেক কার্যনির্বাহী সদস্য মাইনুল হাসান সোহেল।

অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক মো: জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান বাবলু উপস্থিত ছিলেন।

চুক্তিতে সই করেন ডিআরইউ’র পক্ষ থেকে সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ও বেস্ট এইডের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও সিইও মীর হাসিব মাহমুদ।

বেষ্ট এইড এর সাথে ডিআরইউর একটি সমঝোতা চুক্তির আওতায় যেসব সুবিধা পাওয়া যাবে–

১. ২৪ ঘন্টা বিশেষজ্ঞদের ফ্রি টেলিমেডিসিন সেবা

২. ফ্রি অনলাইন কনসালটেন্সি সেবা মোবাইল ফোন অথবা ভিডিও কল

৩. ৫% ডিসকাউন্ট বাচ্চা এবং মা’দের বিভিন্ন পন্য

৪. প্রয়োজনে বাসায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা (ফি-১০০০)

৫. ৮% ডিসকাউন্ট (মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড ও প্রাভা হেলথ)

৬. হটলাইন নাম্বার কনসালটেন্সি +৮৮-০১৮৯১৯৮৭৬৫২ (ডাক্তার বাড়ি)

অনলাইন ডাক্তার কনসালটেন্সি অ্যাপোয়েনমেন্ট +৮৮-০১৫৩৩৪৪৩১৮ (বেস্ট এইড হেল্প লাইন)

বাসায় চিকিৎসা সেবা ডায়গনস্টিক সেবা অথবা হেল্প সার্ভিস +৮৮-০১৫৩৩৪৪৩১১৮

বি: দ্র: ডিআরইউ’র সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নাম্বারই হবে আইডি নাম্বার।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ