একটি নিষ্পপ অনুভূতি, যা অপ্রকাশিত থাকলেও হৃদয় থেকে অনুভব করা যায়,শাসনের মাঝে আদর,পরম স্নেহ ভালোবাসা যার হৃদয়ে সন্তানের জন্য ভরপুর, তিনি হলেন বাবা,
হুমায়ুন আহমেদ স্যার বলেছেন পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নাই”
সুনীল গঙ্গোপাধ্যায় তার কেউ কথা রাখেনি-তে বাবা যে কতটা ভরসার পাত্র তা প্রমাণ করে দিয়েছেন”বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন -দেখিস একদিন আমারও….”
বাবা। কঠিন চেহারা। শক্ত চোয়াল। অত সহজে হাসেন না। বাবার সঙ্গে কথা বলতে হয় মেপে। থাকে বকা খাওয়ার ভয়। এই বাবাকে কোনো না কোনো সময় ঠিক চিনে ফেলে সন্তান। বাইরে তিনি যত কঠিন, ভেতরে ততটাই কোমল। সন্তানের ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে হাসিমুখে উৎসর্গ করা এই বাবাদের আজ আলাদাভাবে স্মরণ করার দিন।
প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার এই দিবসটি উদযাপন করা হয়। সে হিসেবে আজ রবিবার (১৬ জুন) বিশ্ব বাবা দিবস। এ দিনটিতে বাবাদের নানাভাবে শুভেচ্ছা জানানো বা স্মরণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অনেক ব্যবহারকারী তাদের বাবাকে নিয়ে মন্তব্য করছেন, ছবি শেয়ার করেছেন।
এইচ মোহাম্মদ সিফাত লিখেছেন, ‘আমার বাবা আমাদের ভাই-বোনদের কে নিয়ে অনেক কষ্ট করে জীবন-যাপন করেছেন। বর্তমান সময়ে আমরা অনেক সুখে জীবন-যাপন করছি, খুব কষ্ট লাগে যে, আমাদের এই সুখের সময় বাবা আমাদের মাঝে বেচে নেই। বাবা তোমাকে সবসময় মিস করি। বাবা তুমি ওপারে ভালো থাকো।’
গোলাম মোস্তফা লিখেছেন, ‘বিশ্ব বাবা আর মা দিবসটি একদিনের জন্য? আমার বাবা আর মার জন্য দিবসটি প্রতি দিনের জন্য তাই আমি তাদেরকে প্রতিদিন ভালবাসি।এখন আর তাদের ভালবাসতে পারব না। এখন শুধু দোয়া করতে পারব, আমার বাবা মাকে আল্লাহ্ পাঁক জান্নাত নসিব করেন।’
মোহাম্মদ রকিবুল হাসান লিখেছেন, ‘বাবা-মাকে নিয়ে কোন দিবস হয় না, নাহয় কোন লেখা। বাবা-মা শব্দ দুইটাই একটা বই, একটা গন্থ, যা লেখা হয়েছে মহাসাগর পরিমাণ কালি দিয়ে, তুবুও কম পরে যায় তাদের নিয়ে লেখা বইয়ে। তাই কিছু লেখার নেই, না আছে তাদের জন্য কোন দিবস। একদিনের জন্য নয়, যে দিনটা আসে ৩৬৪ দিন পর, আমার জন্য মাঝখানে ৩৬৪টা দিন, সাথে এই দিন টাও আমার জন্য বাবা-দিবস।’
মনিষ ঘোষ লিখেছেন, ‘বাবা নামের বট বৃক্ষের ছায়া যার ভাগ্যে নেই- একমাত্র সে ই জানে রোদ এর তাপ কতটা প্রখর হয়। I lose him unfortunately at the very outset of my life! You left me alone in a bloody mess baba. Stay in peace wherever you are! ভাল থাকুক পৃথিবীর সকল বাবারা। বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি অন্তর এর অন্তস্থল থেকে রইলো ভালবাসা এবং শ্রদ্ধা।
মোহাম্মদ শাহিনুল ইসলাম লিখেছেন, ‘বাবা নামক বটবৃক্ষের ছায়া প্রতিটা সন্তারের উপর দৃশ্যমান থাকুক। অটুট থাকুক বাবা সন্তানের না বলা অদৃশ্য হৃদয়স্পর্ষী ভালোবাসা। বাবা দিবস এ পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। ভালো থাকুক সুপার-হিরো খ্যাত পৃথিবীর সকল বাবা। ভালো থাকুক নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের সুপ্রতিষ্ঠিত করার সেই হার না মানা দক্ষ কারিগর।’
আল আমিন লিখেছেন, ‘বাবা অনেক ভালোবাসি আপনাকে এবং অনেক শ্রদ্ধা করি আপনাকে, কিন্তু বলা হয়নি কখনো। আল্লাহর কাছে এই দোয়া করি যাতে উনি আপনাকে নেক হায়াত দান করেন।’
আরিফ আহমেদ লিখেছেন, ‘বাবার চোখ দেখতে পায় কল্পনার অতীত কোন দুরত্ত । তাই তিনি সব সময় শঙ্কিত থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, আন্তরিক ভালবাসা! রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা ….!’
সুজন পারভেজ লিখেছেন, ‘বাবা’র সাথে আমার একটা জায়গায় মিল নেই। আমি যখন দেশে ছিলাম বাবা তখন ওমানে ছিলো, এখন আমি ওমানে আর আমার বাবা দেশে। অনেক মিস করি বাবাকে।৷ ♥ বাবা ♥’
আলমগীর কবির লিখেছেন, ‘আমার বাবা অনেক আগেই পরলোক গমন করেছেন। সবাইকে অনুরোধ করবো তাঁর জন্য দোয়া করবেন।’
শিকদার রাশেদ হাসান লিখেছেন, ‘বাবাকে নিয়ে বলার কিছু নেই। কারণ বাবাকে নিয়ে কোন উপমা বা বর্ণনা পৃথিবীতে আজও সৃষ্টি হয়নি। বাবাকে নিয়ে লিখে বাবা নামটির শ্রী নষ্ট করবো না। তামাম দুনিয়ার যত শব্দ আছে তা সংযুক্ত করলেও বাবার গুণগান শেষ হবে না।’
আবার অনেক বাবা হারা সন্তান হৃদয় বিদারক স্টাটাস দিয়েছেন। মৌসুমি আক্তার লোপা লিখেছেন” আজ আমার সুখ হারিয়ে যাওয়ার দিন”
বাবা কখনো মরে না।সে থেকেই যায়। আমার বাবা সহ পৃথিবীর সব বাবা ভালো থাকুক।বছরের প্রতিটি দিনই হোক বাবা দিবস
সংকলন//শাহনাজ পারভীন লিনা
Leave a Reply