ডেস্ক রিপোর্টঃ খান আই.টি ওয়ার্ল্ড ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে চলছে।দক্ষিন কেরানীগঞ্জ হাসনাবাদে অবস্থিত খান আই.টি ওয়ার্ল্ড বিশ্বস্ততার একটি জায়গা।সকল প্রকার কম্পিউটার প্রিন্ট,চাকুরির আবেদন,ই-মেল,লেমিনেটিং, স্পাইরাল বাইন্ডিং, ছবি থেকে ছবি তোলা, স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়, মাষ্টার্সের ভর্তির আবেদন ১০০% নিশ্চয়তা সহকারে করা হয়।একটি আধুনিক প্রতিষ্ঠান হিসাবে সকলের কাছে গর্বের।খান আই.টি ওয়ার্ল্ডের কর্নধর শাকিল খান বলেন, ২০১৩ সালে আমাদের যাত্রা শুরু হয়।পরে বেকারত্বের দূর করনের জন্য আমি তরুনদের আইটি ট্রেনিং দিয়ে সহায়তা করে, আসছি।আধুনিক ডিজিটাল ব্যবস্থা যাতে প্রধানমন্ত্রীর নীতি বাস্তবায়ন হয়, সে ব্যাপারে আমরা তরুন সংগঠকরা কাজ করে যাচ্ছি।আরো আধুনিক ট্রেনিং সেন্টারসহ গ্রাহকদের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।সকল উদ্যোক্তাদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
দোকানের ঠিকানাঃ
হাসনাবাদ হাউজিং কমিউনিটি সেন্টার রোড,দক্ষিন কেরানীগঞ্জ, ঢাকা- ১৩১১।
মুঠোফোনঃ ০১৯৭৯৫৫১১৫৫
ইমেলঃ bdabc9@gmail.com
ফেইসবুকঃfacebook.com/khanitworldbd
Leave a Reply