9 June- 2023 ।। ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বেতাগীতে ইউ’পি সদস্যের স্বামীর ত্রান নিয়ে নয় ছয়!!

সৈয়দ-নূর-ই আলম,নিজস্ব প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নের (১,২,৩)নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউ’পি সদস্য মোসা. নাজমা আক্তার ও তার স্বামী মো. স্বপন এর বিরুদ্ধে প্রতিবন্ধি ভাতা, বিধাব ভাতা, মৎস্য জীবিদের জেলের নাম ও বিজিএফ কার্ড এমনকি মহামারি করোনার ত্রাণ দেয়ার নামে অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।

জানা যায়, বিভিন্ন সময়ে নানা সহায়তার নামে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এই স্বপন।মহিলা ইউ’পি সদ্যসের স্বামীর কর্মকান্ড ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরেছে। স্থানীয় সংশ্লিষ্ট ভুক্তভোগী আবদুল লতিফ, মো.জাফর, শাহআলম সহ একাধিক বেশ কয়েকজন লোক জানান, তাদের কাছে বিভিন্ন সময়ে ফোন দেয় ইউপি সদস্য’র স্বামী স্বপন এবং সহায়তা প্রদানের নামে টাকা দাবী করে। স্থানীয় মো.জাকির বলেন, নাজমা মেম্বারের স্বামী স্বপন জেলেদের চাল দেয়ার কথা বলে পনের শত টাকা নেয়ার সময় একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের মেম্বারদের হাতে টাকাসহ ধরাও পরেছে তবে এখন পর্যন্ত কোন ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও শিশুখাদ্য সহায়তার নামে ভূয়া মাষ্টাররুল তৈরী করে নিজেরাই আত্মসাৎ করেছেন বলেও জানান তিনি। নাম না বলার শর্তে বেশ কয়েকজন বলেন, ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন এর সহযোগীতায় শুরু থেকেই ইউ’পি সদস্য নাজমা ও তার স্বামী স্বপন এমন অর্থ আত্মসাৎ করে আসছেন।

সরেজমিনে তথ্য নিলে জানা যায়, অভিযুক্ত স্বপন লোকদের কাছে ফোন দিয়ে টাকা চাইলে তারা টাকা নিয়ে বাড়িতে যায় এবং টাকা দিয়েও আসে এমন একাধিক লোকের সাথে কথা বলা ফোন রেকর্ড প্রতিবেদকের নিকট প্রমাণ স্বরুপ রয়েছে।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য নাজমা ও তার স্বামী স্বপনকে ফোন দিলে বারবার সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ব্যাপারে কাজিরাবাদ ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান- আমি ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তার প্রেক্ষিতে ইউপি সদস্যদের সম্মতিতে নাজমা আক্তারকে করোনা কালীন সময়ে সকল ধরনের কার্যক্রম হতে বিরত রাখার রেজুলেশন পাস হয়েছে।

বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান বলেন, আমরা এ ব্যাপারে শুনেছি, তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ