9 June- 2023 ।। ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে করোনায় আক্রান্ত শনাক্ত ৪০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিনিধি

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড দুই হাজার ২৯ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪০ হাজার ৩২১ জন করোনায় আক্রান্ত শনাক্ত হলো। এ ছাড়া করোনাভাইরাসে দেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট ৫৫৯ জনের মৃত্যু হলো। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নয় হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল নয় হাজার ২৬৭ জনের। এর মধ্য থেকে দুই হাজার ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষার ২১ দশমিক ৭৯ ভাগ আক্রান্ত শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০০ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে আট হাজার ৪২৫ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ জন মৃতের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। তাঁদের মধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের সাতজন এবং চট্টগ্রাম বিভাগের আটজন। এ ছাড়া মোট শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। এ ছাড়া সুস্থের বিবেচনায় মোট আক্রান্তের ২০ দশমিক ২০ দশমিক ৮৯ ভাগ শতাংশ সুস্থ হয়েছে।

অধ্যাপক নাসিমা আরো বলেন, ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের এলাকাভিত্তিক আরো বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে ছয়জন, নারায়ণগঞ্জে একজন, চট্টগ্রাম শহরে দুজন, চট্টগ্রাম জেলায় দুজন, কক্সবাজারে দুজন ও কুমিল্লায় দুজন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ৪০ হাজার ৩২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট দুই লাখ ৭৫ হাজার ৭৭৬ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Sharing is caring!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ