(করোনা মহামারির এই সময়ে প্রিয়জন, স্বজনদের কাছ থেকে যারা দূরে রয়েছেন ,তাদের আপন অনুভূতিকে কেন্দ্র করে তাদেরকেই উৎসর্গ ‘করোনা ও প্রিয়তমা’কবিতাখানি)
এই তো সবি নৈসর্গিক প্রাণে ছুঁটে ছিল
খুব শীঘ্রই ফিরবো তোমাতে এমনই নকশা
ছিল মন গহীনে
আবহ প্রকৃতি চিরায়িত গন্ডি উন্মুখ ছিল
দেখা হবে তবে তোমাতে প্রিয় তোমাতে !
হঠাৎ ঝাপসা অন্ধকারে মৃদু দোলায়
অস্থির পৃথিবী,অস্বস্থি জীব প্রান ,
করোনাময় পৃথিবী আতংক যার আরেক নাম।
দেহ পিঞ্জর নিথর হয়ে যায় ,আশা গুলি গুঁড়োবালি মনে হয়
মন ফিরতে চায় তোমার কাছে ,তোমার মাঝে
করোনার ধ্বংস লীলায় বাঁধ পেতেছে,
তোমাতে আমায় কেঁড়ে নেওয়ার উৎসব মেতেছে
স্বজন হারানো বিশ্ব আজ নিথর হয়েছে।
যার পরেও
ঐ হাতটা আরও একবার ধরতে ইচ্ছে করে।
প্রলয়ংকারী ঝড়ের সাথে বুঝাপড়া হবে তবুও
থেমে গেলো বহু চঞ্চল ,সতেজ প্রাণ কেড়ে নিল করোনা
হে প্রিয়া –
আবার কবে সুস্থ হবে এই পৃথিবী ফিরবে
সেই মহেন্দ্রক্ষণে নেই কোনো ভাবনা।
লক ডাউন এর পৃথিবীতে বারবার ফিরতে ব্যাকুল আমি
তোমাতে -তোমাদের মাঝে।
নিরালায় তোমাতে আঁকি সেই ভাবনায় ফিরে যাই
প্রমোদ উদ্যানে পাশাপাশি বসে কথনলিপি
বারবার মনে করে যাই
ফিরে পেতে চাই ,
খুনসুটি আর মায়ার স্মৃতি কেবলি স্মৃতি হবে তাই ?
লাশের স্তুপে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যাচ্ছি হে প্রিয়া
অন্তিম মুহূর্তে একান্তে কিছু কথা ছিল তোমাতে
এমনিভাবে মৃত্যুতে হয়তো শেষ দর্শন ও হবে না
শেষ স্পর্শও হবে না,
অজস্র দিগন্ত ফারাকে রবে সুরুৎ
দূরে কোথাও অজানা বিস্তারে হবে শেষ সমাধি
দর্শনে আসবেনা।
বাদ করোনা ,পৃথিবী সাজবে আবার নতুন করে তবে
অবশিষ্টদের মিলনক্ষণ হবে ,নব দিগন্তের মতো।
কিছু মুখ ,কিছু ভালোবাসা দৃশ্যমান হবে না
কালান্তরে পুরাণিক হয়ে আপসোস পাত্রে
গল্পের পৃষ্টায় ঠাঁই হবে।
প্রিয়তমা দুঃখ নেই ,আমার বিসর্জনে তবুও এই ধরা
নির্মলতায় ফিরে পাক ,প্রাণে প্রাণে জাগুক প্রাণের মূল্য
স্বস্তির নিঃশ্বাস, আর বেড়ে যাক বাহুডোর।
Leave a Reply