সৈয়দ নূর-ই আলম,বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে করোনায় আক্রান্ত হয়ে ৭২ বছরের একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শুক্রবার রাতে এমন বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এর পরপরই বেতাগী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐ বৃদ্ধের বাড়িসহ আরো এলাকার ১৩টি বাড়ি লকডাউন করা হয়।
করোনায় আক্রান্ত হয়ে মৃত এই ব্যাক্তি বিবিচিনি ইউনিয়ন পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর (অবসর প্রাপ্ত) ও বিবিচিনি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
বেতাগী উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। মৃত ব্যাক্তির গ্রামের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ফুলতলা গ্রামের বিশ্বাস বাড়ি।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং জানান,তিনি বৃহস্পতিবার বিকালে বরিশালে করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের করোনা ওয়ার্ডের কতৃপক্ষ রাতে তার নমুনা সংগ্রহ করেন এবং রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর পরে রিপোর্ট পজেটিভ আসলে তা দেখে নিশ্চিত হওয়া যায় যে তিনি করোন আক্রান্ত ছিলেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন বলেন, বেতাগী থানা পুলিশের একটি টিম বৃদ্ধের জানাজ নামাজ শেষ করে এর দাফন কাজ সম্পন্ন করেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব আহসান বলেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর নির্দেশে সারা বরগুনা জেলার ন্যায় বেতাগী উপজেলাকেও সম্পন্ন লকডাউন করা হয়েছে।
Leave a Reply