আদিল সাদ:বাংলাদেশ ইন্ডাস্টিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন একটি প্রতিষ্ঠান, যার অন্তরালে কাজ করেছেন একদল নিবেদিত প্রকৌশলী টিম, যারা দেশের প্রাইভেট সেক্টরকে উন্নতি করতে, দেশের প্রকৌশলীদের রাষ্ট্রীয় সম্পদ তৈরি করতে, সকল প্রকৌশলীদের মৌলিক দাবীগুলো নিয়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান।আমরা শপদ করেছি দেশের নামে সেদিন থেকে যেদিন আমরা প্রকৌশলী হিসাবে নিজেদের ক্যারিয়ার শুরু করেছি।আমরা দেশের জাতীয় সম্পদ উন্নয়নসহ প্রতিটা কাজে সরকারের সহযোগী হিসাবে কাজ শুরু করেছি ১৯৭২ সাল থেকে।জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রকৌশলীদের উন্নতির জন্য কারিগরি শিক্ষাসহ প্রতিটি শাখায় জোর দিয়েছিলেন।সেই বাস্তবতাকে সামনে ধরে দেশের উন্নয়ন অব্যাহতো রেখেছে বর্তমানে সরকারে বঙ্গবন্ধু কন্যা, গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই মহামারী হতে শুরু করে দেশের প্রতিটা প্রকৌশলী বিভিন্নভাবে দেশকে সহায়তা দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের দুঃখের বিষয় বেসরকারি ও কোম্পানিখাতে প্রকৌশলীরা অনেকে চাকুরি হারিয়ে এই মহামারীতে বেকারত্ব বরন করেছে।কিন্তু সকল প্রণোদনা সরকারীখাতে বাস্তবায়ন করা হলে দেশের একদল প্রকৌশলী শোষনের স্বীকার হতে যাচ্ছে।বিভিন্ন সময়োপযোগী দাবী নিয়ে এগিয়ে আসছে দেশের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্টিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন।সকল প্রকৌশলী ও জাতীয় সমন্বয়কদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে গড়ে উঠেছে শক্তিশালী সংস্থা। সকল প্রকৌশলীদের উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাই নিজ থেকে এগিয়ে এসে সংগঠনকে শক্তিশালী করে, বেসরকারীখাতে প্রকৌশলীদের উন্নয়নের জন্য মৌলিক দাবী আদায় করার জন্য ঐক্যবদ্ধ হোন।
কলাম লেখকঃ
আদিল সাদ
কবি ও সম্পাদক(চীফ এডিটর, আজ সারাদিন) ও
(জাতীয় সমন্বয়ক,BIEA)
আমি খুব আনন্দিত যে আমাদের নিয়ে আজ সারাদিন একটু প্রতিবেদন লিখেছেন,সংগঠনটির উত্তরোত্তরউন্নতি কামনা করছি।