শাহিন ফকির::
পিরোজপুরে ইয়াবাসহ মাইনুল কবির সিপার (৩৮) নামের এক কাপড়ের ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে পিরোজপুর সদর থানা রোডের পিনাকেল প্লাস নামের তার নিজ কাপড়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাইনুল কবির সিপার থানা রোডের পিনাকেল প্লাস নামের কাপড়ের দোকানের মালিক। তিনি কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পিরোজপুর সদর থানার এসআই সফিকুল ইসলাম মোল্লা থানা রোডের পিনাকেল প্লাস নামের তার নিজ কাপড়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এব্যাপারে তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply