পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার স পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান এর নির্দেশে চলমান মাদক বিরোধী অভিজানের অংশ হিসেবে ডিবির অভিযানে পিরোজপুর সদর থানাধীন উত্তর শংকরপাশা গ্রামের মোাল্লা বাড়ির সামনে পাকা রাস্তার উপর
রবিবার বিকেলে অফিসার ইনচার্জ কে এম মিজানুল হক এর নেতৃত্বে এস আই দেলোয়ার হোসেন সংঙ্গীয় এ,এস,আই ওলিউল্লাহ, কনস্টেবল মনির,রিয়াজ ও সাইফুল সহ অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবা সহ ১বাবলু শরিফ প্রকাশ লাবু (৪৮) পিং মৃঃ ছোবাহান শরিফ সাংভাইজোরা, নামাজপুর থানা ও জেলা পিরোজপুরকে গ্রেপ্তার করা হয়। ধৃত
আসামী আন্তঃজেলা ডাকাত সর্দার,তার বিরুদ্দে দেশের বিভিন্ন থানায় অস্ত্র,ছিনতাই,বিস্ফোরক ডাকাতি সহ বহু মামলা আছে। পিরোজপুর থানায় তাহার বিরুদ্বে একাধীক গ্রেপ্তারী পরোয়ানা তামিলের অপেক্ষায় মুলতবী আছে।
তাহার বিরুদ্দে পিরোজপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হইয়াছে বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুল হক।
Leave a Reply