অতিক্ষুদ্রাকার নগ্নদেহে মৃত্যুবীজে
আতংকের মশাল জ্বালিয়েছ কোভিড -19
ভাবনাগ্রস্ত মস্তিষ্কবিকৃত মানষীকতায়
তোমার সাথে বন্ধুন্ত্ব করার জন্য
অভিলাষী মন আজ ব্যাকুল।
তোমার ধ্বংস-যোগ্যতায় পৃথিবীরূপ
হয়েছে শান্ত মরুভূমি ।
সমুদ্রে এসেছে প্রেমের জোয়ার-,
সৈকত সেজেছে লাল কাঁকড়ার টিপে
ডলফিনের নিত্যে
আর কচ্ছপের পায়ের আলপোনায়
মুক্ত আকাশের কার্বনকে খাদ্য বানিয়েছে
সজীব অক্সিজেন ।
ব্যাস্ত রাস্তায় দাপট দেখানো
দুর্নিতী,ঘুষ আর লুটপাটের জানোয়ারগুলা
তোমার ভয়ে আজ ঘর বন্দী ,
তুমি ফিরিয়ে দিয়েছ ভয়ের রাজ্যে
আস্তিকের মনে মৃত্যুর সজীবতা,
আর উগ্র সমাজদ্রোহে বেড়ে উঠা
জালিমদের আত্যচিৎকার ।
এখন ,
খোলা চুলে
অর্ধনগ্ন পোশাকে ধুলিমাখা হয় না
স্কুলের বারান্দা।
বোবা হয়েছে স্কুলের কলরব
রাস্তায় নেই ধর্ষিতা চিৎকার ।
সবসময় জেগে থাকা শহরে
আজ অন্ধকারের রমরমা ব্যাবসা।
তোমারি কারনে পৃথিবীজুড়ে আজ লাশের পাহাড়’
কোনঠাসা হয়ে গেছ’-
রাস্তার ধারে আকুতি করা ভিক্ষারির থালা,
আর ক্ষুধায় নাড়ি হজম করা দিনমজুরে চুলা।
বন্ধুত্বের দিব্বিকাটি
ফিরে যাও তোমার গৃহে
শাস্তি মোদের অনেক হয়েছে
ফিরতে দাও কর্মস্থলে।
Leave a Reply