মোঃশাহিন ফকিরঃ
বিদেশফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক মহড়া দিয়েছে পিরোজপুর সদর থানা পুলিশ সদস্যরা।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন অলিগলিতে জনসাধারণকে ঘরে অবস্থান করার অনুরোধসহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে করণীয় ও বর্জনীয় পরামর্শ নিয়ে সকল পুলিশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে নিয়মিত মহড়া দিচ্ছেন। এছাড়াও নিয়মিত সচেতনাতামূলক লিফলেট, মাইকিং, সাবান বিতরণ ও হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন পুলিশ।
এসময় পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদলের নেতৃত্বে সাধারণ মানুষকে ঘরে থাকতে আহবান করা হচ্ছে। ঘরে থাকুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমান, নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন, বিদেশ থেকে এলে হোম কোয়ারান্টাইনে থাকুন ইত্যাদি সচেতনতামূলক কথা বলা হয়। একই সাথে নিত্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা বন্ধে কাজ করছে তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন- থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপরেশন) আবদুস সোবাহান, পিরোজপুর সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোলামান সহকারী উপ পুলিশ পরিদর্শক মোঃনাজির হোসেন সহ পিরোজপুর সদর থানা ও ফাঁড়ির সকল পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply