হোসাইন নুর -আলম(আন্তর্জাতিক প্রতিনিধি)জাপানের টিভি সিরিয়ালের নন্দিত ও প্রখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা (৭০) করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেছেন। গত ২৩ মার্চ করোনা ভাইরাস পজিটিভ হয়ে টোকিওর একটি হাসপাতাল এ ভর্তি হয়েছিলেন সেখানেই গতকাল রাত ১১ টায় মারা যান তিনি।
উইকিপিডিয়া তথ্য মতে কেন শিমুরা ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরের হাইকমিশুরিয়ায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭০ সালের দিকে অভিনয়জগতে প্রবেশ করেন। জাপানিজদের কাছে এমনকি বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা।তিনি বাংলাদেশি দর্শকদের কাছে কাইশ্যা হিসেবে পরিচিত ছিলেন। তার অভিনীত সোশ্যাল মিডিয়ায় বাংলাভাষায় ডাবিং করা বিভিন্ন কমেডি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন জাপান সরকারের মুখপাত্র ইয়শিহিদা সুগে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকে তাঁর ছবি দিয়ে মৃত্যুর খবরে শোক বাক্য লিখেছেন।
Leave a Reply