সাম্প্রদায়িক দাঙ্গা ক’রে বিভেদ বাড়ায় যারা
রুখতে তাদের মানবতার মানুষরা সব দাঁড়া।
গরু খাওয়ার, শূকর খাওয়ার ভণ্ডামিতে নয়
সত্যিকারের মানুষগুলোর বুকের যতো ভয়
সাহসী হোক, প্রতিরোধের দুর্গ গড়ুক তারা;
তাদের দেখে বিশ্ববাসীর লাগুক বুকে নাড়া।
দিল্লি কিংবা ঢাকাতে হোক কিংবা পাকিস্তানে
মায়ানমারে, চীনেতে হোক অথবা আফগানে
নিরীহদের রক্তে যারা রঙের হোলি খেলে
ধর্মবাদীর ধ্বজা ধ’রে ঘৃণার দুচোখ মেলে;
রুখতে তাদের সত্যি-মানুষ মেলাও হাতে হাত;
মানবতার অগ্নিশপথ ভাঙুক ওদের দাঁত।
ধর্ম, বর্ণ গোত্রবাদী—ভণ্ড নিপাত যাক
মানবতার একপতাকা সবার উর্ধ্বে থাক।
০১.০৩. ২০২০
Leave a Reply