নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুর এর পুলিশ সুপার এর নির্দেশে মাদক,সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে চলমান অভিজানের অংশ হিসেবে আজ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুল হক ও পরিদর্শক হাচনাইন পারভেজ এর নেতৃত্বে এস আই দেলোয়ার হোসেন জসিম, এএসআই জাহিদ ও ফোর্স সহ পিরোজপুর সদর থানাধীন পৌরসভার কলবাড়ী ভাইজোড়া গ্রামে আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্তে জনৈক মতিখার বাগান বাড়ীতে অভিযান চালিয়য়ে জুয়া খেলা অবস্হায় আঃ রহমান খা (৫৫)পিং মৃ তোরাপ খা মোঃ নজরুল খা(৪৫) পিং মৃঃ নুরুল ইসলাম খা সাং বাসবাড়ীয়া, মোঃ নজরুল সেখ (৪০) পিং মৃঃ মালেক সেখ সাং সেখপাড়া সর্ব থানা ও জেলা পিরোজপুরদের গ্রেপ্তার করা হয়।এসময় ৬/৭ জন জুয়ারী পালিয়ে যায়।জুয়াখেলার আস্তানা হইতে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুর্দ্দে জুয়া আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলতেছে বলে জানান সিনিয়র উপ পরিদর্শক দেলোয়ার হোসেন জসিম।
Leave a Reply