9 June- 2023 ।। ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তরুণ লেখক মনজুরুল হাসানের প্রকাশিত হলো উপন্যাস “নিকর্শী”

গল্পের কিছু অংশ জুড়ে থাকে সুখ। কিছু অংশ জুড়ে থাকে অসুখ। একটা সময় যে লোক গল্প বলতে থাকেন তিনি তালগোল পাকিয়ে ফেলেন। অসুখের জায়গায় সুখ এনে দেন, সুখের জায়গায় অসুখ।

পাঠক তো সবসময় সুখই কিনে নিতে চায়। টাকা দিয়ে পাঠক অসুখ কিনবে কেন? এমন দুঃসাহস লেখক কেনই বা করেন!

তরুণ লেখক মনজুরুল হাসান তার প্রকাশিত উপন্যাস নিকর্শী নিয়ে পাঠকের প্রতি এমন আহ্বান করেছেন। তিনি বলতে চেয়েছেন পাঠক দুঃসাহস করেই গল্প কিনবে। আর সেই গল্পে সুখ ও অসুখের কথা খুঁজে বের করবে পাঠক নিজেই।

নিকর্শী প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা শব্দশৈলী প্রকাশনী থেকে। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন হিমেল হক। মূলত, একটি সাধারণ কিংবা মৌলিক গল্প বলে লেখক নিকর্শীকে অভিহিত করেছেন। তিনি উপন্যাসটির প্রথম ফ্লাপে লিখেছেন,

কৈশোরে নিজ আবাসস্থল থেকে হারিয়ে যাওয়ার ভান করতাম। একবার ছুটে গেলাম চট্টলা এক্সপ্রেস ধরে। মোটেও বুঝতে পারেনি কোথায় হারিয়ে যাচ্ছি। সময় জানা ছিল না। কালক্ষেপণ করছিলাম হারিয়ে যাওয়ার ভানে। ভাবলাম শহর দেখব মন ভরে। কিন্তু সেই আশা পূরণ হয়নি। স্টেশন মাস্টার বাড়ি পাঠিয়ে দিল। শহর দেখার ভান উড়ে গেল মুহূর্তেই। এরপর যখন শহর দেখার স্বপ্ন পূরণ হলো তখন আর কখনও ভান করতে হয়নি। শহর দেখা হয়েছে সাজানো সুন্দর জ্যামিতি বাক্সের মতোই। কিন্তু বাক্স খুলে দেখা হল অধিকাংশ যন্ত্রাংশে মরিচা ধরে আছে।

উপন্যাসটির মুদ্রিত মূল্য ১৫০ টাকা। অমর একুশে গ্রন্থমেলা ছাড়াও রকমারি ডটকম সহ দেশের সকল অনলাইন বুকশপ গুলোতে বইটি ক্রয় করা যাবে।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ