আদিল সাদঃ আনোয়ার-ই-তাসলিমার এবার একুশে বই মেলায় প্রকাশিত হবে নতুন কাব্যগ্রন্থ “হৃদয় খঞ্জন”।বইটি প্রকাশিত হবে ক্যানভাস প্রকাশনী থেকে,বইটি পাওয়া যাবে ২৯৩ নং স্টলে।বইটির মূল্য ধরা হয়েছে ১৮০ টাকা।বইটির প্রচ্ছদ করেছেন নবী হোসেন।
আনোয়ার-ই-তাসলিমা নোয়াখালীর চাটখিল থানার রমাপুর মিজিবাড়ির এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন।বাবা মরহুম এ.কে.এম বশির হোসেন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের প্রকৌশলী ছিলেন আর মা কাওছার পারভীন একজন গৃহিণী। বাবার সরকারী চাকুরির সুবাদে বাবার কর্মশহরেই বেড়ে হওয়া। রাঙামাটি সরকারী গার্লস হাই স্কুল থেকে এসএসসি আর রাজধানীর মিরপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ইডেন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেন।ছোট বেলা থেকেই তাঁর শখ ছিল লেখালেখি করা, গান করা, গান শোনা, ভ্রমণ আর দর্শনীয় স্থান পরিদর্শন করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং অসহায় সুবিধা বঞ্চিতদের সেবা করা। আর এ থেকেই প্রতিষ্ঠা করেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
Leave a Reply