এ কেমন ব্যধি
যার ভয়ে আজ বাবার আদরের মেয়েটা
বাবার বুকে লুটিয়ে পরতে ভয় পায়
যার ভয়ে প্রাণ প্রিয় ভায়ের হাত দুটি ধরে
নির্ভয়ে খেলার মাঠে হারিয়ে যেতে ভয় পায়!
এ কেমন ব্যধি
যার ভয়ে সদ্য ভূমিষ্ঠ হওয়া মেয়েটা থেকে
শুরু করে কিংবদন্তিতে পৌছে যাওয়া বুড়িটাও আতঙ্কে থাকে!
এ কেমন ব্যধি
যা ছড়িয়ে পড়েছে স্কুল,কলেজ,ধর্মশালা,
বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমাজের প্রতিটা স্তরে
কিন্তু না!একে আর বিস্তার লাভ করতে দেওয়া যাবে না
এর প্রতিষেধক সমাজের প্রতিটা মেয়েরাই আবিস্কার করবে।
আমরা আর সভ্রম হারিয়ে ঘরের কোনে মুখ লুকাব না
চোখের জলে বুকের অগ্নি শিখাকে নিভিয়ে দেবোনা!
নিজের প্রাণের বিনিময়ে ঘাতকদের জিতিয়ে দেবোনা
আমরা প্রান দিব সেটা যুদ্ধ করে
সমাজ থেকে এই পশুরূপি মানুষগুলেকে বলি দিয়ে
প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরবো
ধর্ষক সমাজ থেকে নির্মূল করেই ছাড়বো।
Leave a Reply