জীবনটাকে যতবার গুছিয়ে নিতে চেয়েছি
আমি তার চেয়েও বেশি হোঁচট খেয়েছি।
জানো!
আমার অনুভূতিগুলোকে না
বার বার আহত করা হয়েছে,
আমার স্বপ্নগুলোকে
বার বার হত্যা করতে হয়েছে।
তারপরও
জানো তোমরা
আমার অনুভূতি আর স্বপ্নগুলো না….
বেঁচে থাকতে চায়!
বাতাসে ভর করে উপরের ওই আকাশটাতে
মেঘ হয়ে উড়তে মনে চায়।
ভাঙা -গড়ার মাঝে
সুখটাকে খুঁজে বেড়ায়,
এই চাতকিনী চোখ !
Leave a Reply