আজ রণক্ষেত্র হাতে নাও
ক্ষোভে-বিক্ষোভে দেশ ফাটা
আজ ব্যারিকেড ভেঙ্গে যুদ্ধে যাও।
আমরা দেশকে ভালবেসে
রাজপথে খুঁজি মৃত্যু
ওরা আঁধার খুঁজে রাতভর আফিমের নেশা
আমাদের হৃৎপিন্ডে সূর্যের আগুন
ভেদ করে অপরাধীর শৃঙ্খল
ওদের রক্তে শিহরিত হয় চাঁদের অমাবস্যা।
তাই আর দেরি নয়
দেশকে বাঁচাতে আর একবার
মৃত্যুর মিছিলে চলে আসুন
আবার দেশদ্রোহী হোন
আবার অপরাধী হোন
আবার মৃত্যুর মিছিলে মৃত্যুমুখী হয়ে
শকুনের থাবা থেকে দেশকে বাঁচান।
Leave a Reply