এই যে তুমি চুপচাপ থাকো
গভীর ধ্যানমগ্ন সন্যাসীর মত,
তোমার এই হুটহাট
কিছু না বলে চলে যাওয়া,
আমাকে বড্ড ভাবায়!
তখন আমি নির্বাক,নিস্তব্ধ হয়ে
অপলক নয়নে তোমার
ঐ নিষ্পাপ, নিষ্প্রাণ
প্রতিচ্ছবির দিকে চেয়ে থাকি,
আর কিসব হাবিজাবি ভাবতে থাকি,
ধুর,
বলা যাবে না তোমাকে!
আর গবেষণা শুরু করি তোমার মন নিয়ে!
কত বড় স্পর্ধা..!
মনোবিজ্ঞানীর মন নিয়ে গবেষণা!
আচ্ছা, এমন ব্যাকুল হয়ে কেন তোমাকে জানতে ইচ্ছে করে বুঝিনা!
নদী যেমন সাগরে বিলীন হয়
তেমন আমিও বারে বারে
তোমাতে হারাই!
এই যাহ্…!
কি সব বলতে শুরু করেছি,
বেশি গভীরে যাওয়া ঠিক হবে না!
ওহ, বুঝিছি!.
এগুলোতে আমাকে মানায় না
তাই না!
কি করবো বলো
আমি না বড্ড বেশরম-
বেহায়া!
Leave a Reply