আসন্ন সিটি করপোরেশন নির্বাচন কে ঘিরে নেতা কর্মীদের মাঝে উৎসব আনন্দ বিরাজ করছে সারা ঢাকা জুড়ে। বরাবরের ন্যায় এবার আওয়ামীলীগের প্রার্থী নির্বাচনে রয়েছে চমক।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে চলছে প্রচার প্রচারণা, জনসংযোগ ও মিছিল। ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন কর্মী সমর্থকরা।আজ যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার এর নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটির মালিবাগ,মৌচাক, শান্তিনগর,কাকরাইল,পল্টন, মতিঝিল, ফকিরের পুল সহ অন্যন্য এলাকায় নির্বাচনি জনসংযোগ করেন নেতা কর্মীরা।পরে একটি বিশাল মিছিল দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।এসময় সাবেক ছাত্রনেতা ও মতিঝিল থানা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবিদ হাসান বিপ্লব, বৃহত্তর মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার রানা,ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন,মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক গোফরান গাজী,যুবলীগ নেতা খাজা মোহসিন,সাহেব আলি,০৯নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেব আলী,
০৯ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো শরিফ, সাবেক ছাত্রনেতা রিফাত হোসেন, যুবলীগ নেতা মোঃরাসেল,মতিঝিল থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহিল আমিন জহির টুকু সহ প্রমূখ নেতা কর্মী।
Leave a Reply