মেঘলা আকাশ
ভীষণ বিষণ্ণতা
আকাশে মেঘ জমা অস্থিরতা,
কি ভেবেছি সারারাত
চাইতে গিয়ে হারিয়েছি সব আজ।
আজ আমি একা
চারিধার ফাঁকা
কষ্টে পরেছে মন
জেনেছি জীবন
অন্যরকম ।
আজ আকাশ হল হিমকালো
আমি অন্ধকার ঘরের কোনে বদ্ধ
কল্পলোকে ভেসে বেড়াতে
খুঁজে বেড়াই শুধু তোমাকে
আমার আকাশ আজ মেঘে ঢাকা
মেঘগুলো তারার মেলায় অস্থিরতায় আজ আমার বিষণ্ণতা ।।।
Leave a Reply