নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুরের পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান এর নির্দেশে চলমান মাদক বিরোধী অভিজানে জেলা গোয়েন্দা শাখা পিরোজপুরের এস আই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে আনোয়ার পারভেজ,ও ইয়াছিন আরাফাত সহ সঙ্গীয় গোয়েন্দা সদস্যদের নিয়ে আজ বিকেলে পিরোজপুর সদর থানাধীন জুসখোলা গ্রামের রিয়াজের মুরগির ফার্মের দক্ষিন পাসে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ২০০ পিচ মাদক জাতিয় ইয়াবা সহ হৃদয় খান (১৯)পিতা নুরুল আমিন খান সাং ভৈরমপুর থানা ও জেলা পিরোজপুরকে গ্রেপ্তার হয়।
এ ব্যাপারে এস আই দেলোয়ার হোসেন জানান আসামীর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হইয়াছে।
Leave a Reply