মাসুদুর রহমানঃ
বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের বক্সিরবিটে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য মিষ্টি বিপনন প্রতিষ্ঠান ওয়েলফুডের নতুন শাখার উদ্বোধন করা হয়।রবিবার( 19জানুয়ারী)আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে উক্ত এই নতুন শাখার উদ্বোধন করেন।ওয়েলফুড বক্সিরবিট শাখার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ওসমান গনি,সহসভাপতি বেলায়েত হোসেন,সাধারন সম্পাদক আব্দুল মান্নান,ওয়েলফুডের পরিচালক মো:সৈয়দ আসিফ হাসান,ওয়েলফুড বক্সিবিট শাখার পরিচালক কফিলউদ্দীন,বনফুল লি:বক্সিরবিট শাখার পরিচালক মো: জিসান প্রমূখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়েলফুডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।
Leave a Reply