নস্টালজিক স্মৃতিরা সব এলোমেলো
পূর্ণিমায় উছলে পড়ে জোছনার আলো।
সমুদ্র সন্তরণে, অরণ্য বিহারে
বৈশাখী ঝড় উঠে চারিধারে।
ভালোবাসা বিহনে জীবন দর্শনে
অন্যরকম বোধের হাওয়া জাগে শিহরণে।
বহতা নদীর জলে, উতলা আকাশ তৈরী
শ্রাবণ মেঘে উঠুক ঝড়, হাওয়া হউক বৈরী।
আলাপে বিলাপে অবারিত বোধে
নষ্ট প্রহরে উজান চলে তরী, প্রতিরোধে।
ভালোবাসার জয়গান, নিরন্তর অফুরান
বরষার অথৈজলে চলে পূণ্য স্নান।
শান্ত দীঘির বুকে, দোলে উঠে সমীরণ
জোনাক জ্বলা রাতে, ঝিঁঝি পোকার সম্ভাষণ।
ঘুচিয়ে হতাশা, জাগায় আশা মধুর লগনে
বসন্ত উৎসবে ভালোবাসা, উদ্বেলিত মননে।
আজো খুঁজি তোমাকে, স্মৃতির অতল গহীন মাঝে
মুঠোমুঠো রোদ্দুরে, আলোকিত সকাল সাঁঝে।
ভালোবাসার ওমে হারায় শীত, কবোষ্ণ বুকে
অবশেষে ভালোবাসার লেনাদেনাও যায় চুকে।
এর সবই আজ নস্টালজিক স্মৃতির রোমন্থন
সুখ সুখ আবহে কাটে, জোছনায় সন্তরণ।
Leave a Reply