4 June- 2023 ।। ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ইলিয়াছুর রহমান রুশ্নির কবিতা ”জোছনায় সন্তরণ”

নস্টালজিক স্মৃতিরা সব এলোমেলো
পূর্ণিমায় উছলে পড়ে জোছনার আলো।
সমুদ্র সন্তরণে, অরণ্য বিহারে
বৈশাখী ঝড় উঠে চারিধারে।
ভালোবাসা বিহনে জীবন দর্শনে
অন্যরকম বোধের হাওয়া জাগে শিহরণে।
বহতা নদীর জলে, উতলা আকাশ তৈরী
শ্রাবণ মেঘে উঠুক ঝড়, হাওয়া হউক বৈরী।
আলাপে বিলাপে অবারিত বোধে
নষ্ট প্রহরে উজান চলে তরী, প্রতিরোধে।
ভালোবাসার জয়গান, নিরন্তর অফুরান
বরষার অথৈজলে চলে পূণ্য স্নান।
শান্ত দীঘির বুকে, দোলে উঠে সমীরণ
জোনাক জ্বলা রাতে, ঝিঁঝি পোকার সম্ভাষণ।
ঘুচিয়ে হতাশা, জাগায় আশা মধুর লগনে
বসন্ত উৎসবে ভালোবাসা, উদ্বেলিত মননে।
আজো খুঁজি তোমাকে, স্মৃতির অতল গহীন মাঝে
মুঠোমুঠো রোদ্দুরে, আলোকিত সকাল সাঁঝে।
ভালোবাসার ওমে হারায় শীত, কবোষ্ণ বুকে
অবশেষে ভালোবাসার লেনাদেনাও যায় চুকে।
এর সবই আজ নস্টালজিক স্মৃতির রোমন্থন
সুখ সুখ আবহে কাটে, জোছনায় সন্তরণ।

Sharing is caring!





More News Of This Category


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাতা :মোঃ মোস্তফা কামাল
◑উপদেষ্টা মহোদয়➤ সোহেল সানি
◑নজরুল ইসলাম মিঠু ◑তারিকুল ইসলাম মাসুম ◑এডভোকেট হুমায়ুন কবির(আইন উপদেষ্টা)
প্রধান সম্পাদক : মোঃ ওমর ফারুক জালাল

সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম(আমিন মোস্তফা)

নির্বাহী সম্পাদক: শফি মাহমুদ

বার্তা ও বানিজ্যিক সম্পাদক: বজলুর রহমান
প্রধান প্রতিবেদকঃ লাভনী আক্তার

ইমেইল:ajsaradin24@gmail.com

টেলিফোন : +8802-57160934

মোবাইল:+8801725-484563, বার্তা সম্পাদক+8801716-414756
টপ